Categories: Kolkata

কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা, হলফনামা চাইল আদালত

Published by
News Desk

ডায়মন্ড হারবারে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। আগামী ৩ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এই হলফনামা জমা দিতে হবে। এদিন এমনই নির্দেশ দিয়েছে আদালত। ডায়মন্ড হারবারে ছাত্র খুনের ঘটনায় ইতিমধ্যেই দোষীদের উপযুক্ত শাস্তি ও নিরপেক্ষ তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে মৃত ছাত্র কৌশিক পুরকাইতের পরিবার। সেই মামলায় এদিন রাজ্য সরকারের কাছে হলফনামা চাইল আদালত। ইতিমধ্যেই মোষ চুরির অভিযোগে কৌশিককে পিটিয়ে খুন করায় মূল অভিযুক্ত তাপস মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk