Kolkata

দুর্গাপুজোয় এবারও গতবারের বিধিনিষেধ বহাল রাখল হাইকোর্ট

যখন নবান্নের বিজ্ঞপ্তি শোনার পর রাত জেগে ঠাকুর দেখার পরিকল্পনা সবে সাজাতে শুরু করেছিলেন কেউ কেউ, ঠিক তখনই কার্যত নিভে গেল সব আশার আলো।

Published by
News Desk

করোনার জেরে গত বছর দুর্গাপুজোয় একগুচ্ছ বিধিনিষেধ আরোপ করেছিল কলকাতা হাইকোর্ট। সব প্যান্ডেলকেই কন্টেনমেন্ট জোন ধরে সেখানে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। সেই নির্দেশ এবারও বজায় রাখল কলকাতা হাইকোর্ট।

হাওড়ার এক বাসিন্দা একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেখানে করোনার সংক্রমণ রুখতে পুজোয় গত বছরের মত বিধিনিষেধ আরোপের জন্য আদালতের কাছে আবেদন জানান তিনি। সেই আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট।

হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি রাজেশ কুমার বিন্দালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে এবারও দুর্গাপুজোয় গত বছরের মতই বিধিনিষেধ বহাল থাকবে। প্যান্ডেলে প্রবেশ করতে পারবেননা কেউ।

হাইকোর্টে রাজ্যসরকারের তরফে বলতে উঠে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতকে জানিয়ে দেন, যদি গত বছরের বিধিনিষেধ আদালত আরোপ করতে চায় তাহলে রাজ্যের কোনও আপত্তি নেই। মানুষের বৃহত্তর স্বার্থে রাজ্য তা মেনে নেবে।

তার মানে যা দাঁড়াল তাতে ছোট প্যান্ডেলের ক্ষেত্রে প্যান্ডেলে ঢোকার মুখ থেকে ৫ মিটার আগে ব্যারিকেড করে দিতে হবে। বড় প্যান্ডেলের ক্ষেত্রে তা হবে ১০ মিটার দূরে। সেই ব্যারিকেড পার করতে পারবেননা কোনও দর্শনার্থী।

প্যান্ডেলে ঢোকার অনুমতি উদ্যোক্তাদের ক্ষেত্রে যথেচ্ছ নয়। প্যান্ডেলে একবারে ১৫ থেকে ২৫ জন পুজো কমিটির সদস্য প্রবেশ করতে পারবেন। যাঁরা দূর থেকেও ঠাকুর দেখে চলে যাবেন তাঁদেরও মাস্ক ও স্যানিটাইজার দিতে হবে উদ্যোক্তাদের।

Share
Published by
News Desk