Kolkata

কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

Published by
News Desk

ভোটের জন্য বাহিনী সরানোর কেন্দ্রের যুক্তিকে খারিজ করে পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যকে অন্ধকারে রেখে আচমকা কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন আদালতেরও দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই আবেদনের প্রেক্ষিতেই এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন সাফ জানান, যখন কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল তখন একটা বিশেষ কারণকে সামনে রেখেই পাঠানো হয়েছিল। তাহলে এখন কারণ ঠিকঠাক না দেখিয়েই কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়া হচ্ছে কেন? কেন্দ্রের কাছে প্রশ্ন করেছেন বিচারপতি।

মুখ্যমন্ত্রী এর আগে পাহাড় থেকে বাহিনী প্রত্যাহার নিয়ে বলতে গিয়ে স্পষ্ট দাবি করেন, বিজেপি অন্য রাজ্যে যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী রাখলেও রাজ্য থেকে বাহিনী প্রত্যাহার করতে চাইছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের বিরোধিতায় সরব বলে। এক মন্ত্রীর উস্কানিতেই পাহাড় থেকে বাহিনী প্রত্যাহারের নির্দেশ বলেও জানান তিনি। দাবি করেন, বিজেপি সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানছে না।

Share
Published by
News Desk

Recent Posts