Categories: Kolkata

কৃমিকাণ্ডে স্বাস্থ্য ও শিক্ষা দফতরের কাছে রিপোর্ট তলব

Published by
News Desk

কৃমিনাশক ওষুধ খেয়ে শয়ে শয়ে ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। রিপোর্ট তলব করা হয়েছে শিক্ষা দফতরের কাছেও। গত বুধবার দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলায় সরকারি উদ্যোগে স্কুলে স্কুলে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। ওষশুধ খাওয়ার কিছুক্ষণ পর থেকেই ছাত্রছাত্রীদের সিংহভাগ অসুস্থ অনুভভ খরতে থাকে। তাদের অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী। সেই মামলার শুনানি হয় শুক্রবার। সেখানেই রাজ্য স্বাস্থ্য দফতর ও শিক্ষা দফতরকে ১০ দিনের মধ্যে কৃমিকাণ্ডের বিস্তারিত রিপোর্ট পেশের নির্দশ দেয় আদালত।

Share
Published by
News Desk