Kolkata

বকেয়া মহার্ঘভাতা কত? জানতে চাইল হাইকোর্ট

Published by
News Desk

রাজ্য সরকারি কর্মচারিদের বকেয়া মহার্ঘভাতা কত? একথা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এদিন রাজ্য সরকারকে এ বিষয়ে হলফনামা পেশের নির্দেশ দেয়। হলফনামা পেশের জন্য ৩ সপ্তাহ সময় ধার্য করেছে আদালত।

যে মামলার প্রেক্ষিতে এই হলফনামা পেশের নির্দেশ, সেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১০ অগাস্ট। কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারিদের মহার্ঘভাতার ফারাক বিশাল হয়ে যাওয়ায় রাজ্য সরকারি কর্মচারিদের মধ্যে চাপা অসন্তোষ রয়েছে। এদিনের আদালতের নির্দেশে ফের আশার আলো দেখতে শুরু করেছেন তাঁরা।

Share
Published by
News Desk

Recent Posts