Categories: Kolkata

পুজোর মুখে জামিনে মুক্ত কুণাল ঘোষ

Published by
News Desk

মদন মিত্রের পর সারদা কাণ্ডে জেলবন্দি কুণাল ঘোষেরও জামিনে মুক্তির আবেদন মঞ্জুর করল আদালত। ফলে পুজোয় কুণালবাবু নিজের বাড়িতে পরিবারের সঙ্গেই থাকার ছাড়পত্র পেয়ে গেলেন। এদিন হাইকোর্ট কুণাল ঘোষের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। তবে জামিন হয়েছে শর্ত সাপেক্ষে। ২ লক্ষ টাকার ব্যক্তিগত বণ্ডে এই জামিন মঞ্জুর করার পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে জামিনে থাকাকালীন কুণালবাবু নারকেলডাঙা থানা এলাকার বাইরে যেতে পারবেন না। তাঁর পাসপোর্ট সিবিআইয়ের কাছে জমা রাখতে হবে। সপ্তাহে ১ দিন করে সিবিআইয়ের কাছে হাজিরাও দিতে হবে। আগামী ১১ নভেম্বর পর্যন্ত এই জামিন মঞ্জুর করেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ২ নভেম্বর। সারদা মামলায় প্রায় ৩ বছর জেলবন্দি কুণাল ঘোষ। মদন মিত্রের জামিন মঞ্জুর হওয়ার পর কুণালবাবুর জামিনের আবেদন আরও শক্তিশালী হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এদিকে সূত্রের খবর, চতুর্থীতে জামিন মঞ্জুর হলেও কুণালবাবুর জেল থেকে বার হতে পঞ্চমী হয়ে যাবে।

Share
Published by
News Desk

Recent Posts