পরদিন উড়ান, রাতে সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় হোটেলে ঘুরে বেড়ালেন পাইলট
পরদিন বিমান উড়িয়ে যাত্রীদের দেশে ফেরানোর কথা ছিল পাইলটের। তার আগের দিন সেই পাইলট যাত্রীদের সামনেই বিলাসবহুল হোটেলে সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় ঘুরলেন।

একটি পাঁচতারা হোটেল। বিলাসবহুল সেই হোটেলে তখন অনেক অতিথি। সেখানেই হোটেলের রিসেপশনের সামনে এসে দাঁড়ান এক ব্যক্তি। তিনি বাইরের কেউ নন। ওই হোটেলের এক অতিথি।
তিনি রিসেপশনের সামনে এসে একটা একটা করে পোশাক খুলতে শুরু করেন। এমন কাণ্ড দেখে অনেকেই অবাক হয়ে যান। পেশায় পাইলট ওই ব্যক্তি যে বিমানটি উড়িয়ে এনেছিলেন সেই বিমানের যাত্রীরাও অনেকে সেখানে উপস্থিত ছিলেন।
তাঁরাও এমন কাণ্ডে হকচকিয়ে যান। যদিও কোনও ভ্রুক্ষেপ না করে ওই ব্যক্তি তাঁর পরনের সব পোশাক খুলে ফেলেন। তারপর গায়ে যখন এক টুকরো সুতো পর্যন্ত নেই সেই অবস্থায় এবার হোটেলের পানশালা থেকে জিম নানা জায়গায় ঘুরে বেড়াতে থাকেন।
তিনি এতটাই মদ্যপ অবস্থায় ছিলেন যে সকলে অবাক হয়ে যান। প্রাথমিক হতভম্ব ভাব কাটিয়ে দ্রুত খবর যায় বিমান সংস্থার কাছে। যাত্রীরা অভিযোগ জানান যে ব্যক্তি তাঁদের পরদিন উড়িয়ে নিয়ে গিয়ে ব্রিটেনে ফিরবেন সেই পাইলট তার আগের দিন মধ্যরাতে হোটেলে এই অবস্থায় ঘুরছেন।
বিষয়টি জানার পর ওই পাইলটকে আর বিমান ওড়াতে দেওয়া হয়নি। ইজিজেট নামে বিমান সংস্থা অন্য পাইলট দিয়ে বিমান উড়িয়ে ফেরত আনে। ব্রিটেন থেকে যাত্রীদের নিয়ে পশ্চিম আফ্রিকার দ্বীপ কাবু ভের্দি-তে গিয়েছিলেন ওই পাইলট।
ওই ঘটনার পরদিন পাইলটের ওই বিমানের যাত্রীদের নিয়েই ব্রিটেনে ফিরে আসার কথা ছিল। ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনামে জায়গা করে নিতে সময় নেয়নি।