Business

৭ মাসে সর্বনিম্ন খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতি

Published by
News Desk

গত ৭ মাসে এতটা নামেনি খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতি। যদিও খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতি যে নিম্নমুখী তা জানুয়ারির ডেটা থেকে পরিস্কার ছিল। ফেব্রুয়ারিতে তা আরও নামল। ফেব্রুয়ারির প্রকাশিত হোলসেল প্রাইস ইনডেক্স অনুযায়ী খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতি কমে দাঁড়িয়েছে ২.৪৮ শতাংশে। যা গত ৭ মাসে সর্বনিম্ন। গত বছর জুলাই মাসে খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছিল ১.৮৮ শতাংশে। তারপর থেকে খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতি বাড়তেই থেকেছে। আর ফেব্রুয়ারির আগে শেষ কয়েক মাসে তো পেঁয়াজ সহ সবজির দাম ছিল আকাশছোঁয়া।

যা দেখা যাচ্ছে তাতে ফেব্রুয়ারিতে কমেছে পেঁয়াজের দাম। যা শেষ কয়েকমাসে মধ্যবিত্তের মাথায় হাত ফেলে দিয়েছিল। সেইসঙ্গে অন্যান্য সবজির দামও কমেছে। কমেছে মাছ, মাংস, ডিমের দামও। অন্যদিকে গম সহ ডালের দামও নিম্নমুখী। কেবল সামান্য বেড়েছে আলুর দাম। ফলে সব মিলিয়ে যা দাঁড়িয়েছে তাতে দেশ জুড়ে খাদ্যপণ্যে গত ফেব্রুয়ারিতে দামের দিক থেকে অনেকটাই রেহাই মিলেছে সাধারণ মানুষের। যার সুফল গিয়ে পড়েছে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতির খতিয়ানে।

Share
Published by
News Desk