Business

মদের দোকান খুলতেই দেশের বিভিন্ন প্রান্তে উপচে পড়ল ভিড়

৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে দেশের বিভিন্ন প্রান্তে খুলল মদের দোকান। আর দোকান খুলতেই সকাল থেকে সাপের মত লম্বা লাইন, দোকানে উপচে পড়া ভিড় নজর কাড়ল গোটা দেশ জুড়েই।

Published by
News Desk

দ্বিতীয় দফায় লকডাউন শেষ হয়েছে গত রবিবার। ওইদিন পর্যন্ত দেশে মদের দোকান খোলায় নিষেধাজ্ঞা বজায় ছিল। যা সুরারসিকদের জন্য বড় একটা ভাল খবর ছিলনা। কিন্তু তৃতীয় দফার লকডাউনে দেশকে জেলা ভিত্তিক ৩টি জোনে ভেঙে নিয়ে জোন ভিত্তিক ছাড়ের তালিকা দিয়েছে কেন্দ্র। যেখানে মদের দোকান খোলায় আর বাধা নেই। তবে তা রাজ্য সরকার চাইলে খোলা যাচ্ছে। সোমবারই দেশের বিভিন্ন প্রান্তে মদের দোকান খুলে যায়। আর এতদিন বাদে মদের দোকান খোলা হতেই সেখানে উপচে পড়ে ভিড়। ভিড়, লম্বা লাইন চোখে পড়ে এ রাজ্যেরও বিভিন্ন মদের দোকানেও।

রেশনের দোকানে যেভাবে লম্বা লাইন নজর কেড়েছে, যেভাবে অনেক ক্ষেত্রে সামাজিক দূরত্ব বিধি শিকেয় ওঠে বিভিন্ন জায়গায়, তেমনই এদিন দেখা গেছে অনেক জায়গায় মদের দোকানে। লম্বা সাপের মত লাইন, কোথাও কোথাও ভিড় জমে যায় দোকানের মুখে। মদের দোকানের লাইন সামলাতে এদিন গোটা দেশেই পুলিশকে সারাদিন হিমসিম খেতে হয়। সামাজিক দূরত্ব বজায় না রেখে মদ বিক্রি বজায় রাখলে সেসব দোকান বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছে অনেক জায়গার প্রশাসন।

দেশের অধিকাংশ জায়গায় মদের দোকান খোলা হলেও তামিলনাড়ুর মত রাজ্যে আবার সরকার জানিয়ে দিয়েছে সেখানে মদের দোকান খুলবে আগামী ৭ মে। আবার কিছু সংগঠন জানিয়েছে লকডাউনে এভাবে মদের দোকান খোলা হতে থাকলে মহিলাদের ওপর হিংসার প্রবণতা বৃদ্ধি পাবে। তাই তাদের দাবি লকডাউনে বন্ধ রাখা হোক মদের দোকান। বিশেষজ্ঞেরা অবশ্য বলছেন, মদের দোকান খোলার পর কর বাবদ রোজগার বাড়বে সরকারের। যা আখেরে সরকারের কাজে আসবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Lockdown

Recent Posts