Business

মহার্ঘভাতা স্থগিত করল কেন্দ্র

কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য বড় একটা সুখের কথা শোনাল না কেন্দ্র। স্থগিত করা হল কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মহার্ঘভাতা।

Published by
News Desk

কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য গত ১৪ মার্চ ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল কেন্দ্র। যা ১ জানুয়ারি থেকে প্রযোজ্য হত। এরিয়ার হিসাবে আগের টাকা পেয়ে যেতেন কর্মচারিরা। হোলির পরই এমন সুখবরে বেজায় খুশি হয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা। কিন্তু সেই সুখ কেড়ে নিল বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া করোনা উদ্বেগ। কেন্দ্র জানিয়ে দিয়েছে ওই ঘোষিত ডিএ আপাতত স্থগিত করা হল। ফলে বর্ধিত বেতন পাবেন না কর্মচারিরা।

কেন্দ্র বৃহস্পতিবার ঘোষণা করেছে গত ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য ঘোষিত ডিএ স্থগিত করা হয়েছে। স্থগিত করা হয়েছে পেনশনারদের জন্য ডিআর বা ডিয়ারনেস রিলিফ। শুধু এখানেই থামেনি কেন্দ্র। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে পরিস্কার করে দেওয়া হয়েছে যে ২০২০ সালের ১ জুলাই ও ২০২১ সালের ১ জানুয়ারি যে ডিএ ও ডিআর পাওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারি ও পেনশন প্রাপকদের তাও স্থগিত করা হয়েছে। ওই বাড়তি অর্থ তাঁরা পাবেন না।

এদিনের কেন্দ্রীয় সরকারি ঘোষণা থেকে এটা পরিস্কার যে কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা আগামী ১ জুলাই ২০২১ সাল পর্যন্ত আরও কোনও ডিএ বা ডিআর পাবেন না। এখনই কিছু বলা না গেলেও কেন্দ্র সামান্য আশার রেখা রেখে এটাও জানিয়েছে যে যদি পুনর্বিবেচনা করা হয় সেসময় তাহলে ১ জানুয়ারি ২০২০, ১ জুলাই ২০২০ এবং ১ জানুয়ারি ২০২১–এর ডিএ ও ডিআর হয়তো ১ জুলাই ২০২১-এর পর কিছুটা সংশোধিত হারে দেওয়া হলেও হতে পারে। তবে সে সম্বন্ধে কোনও নিশ্চয়তা কেন্দ্র দেয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts