Business

এয়ারটেল, জিও-কে চ্যালেঞ্জ ছুঁড়ে মিশে গেল ভোডাফোন-আইডিয়া

Published by
News Desk

কথা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে তা চূড়ান্ত রূপ নিল। ভোডাফোন ইন্ডিয়া ও ভোডাফোন মোবাইল সার্ভিসের সঙ্গে মিশে যাওয়ার প্রস্তাবে সম্মতি দিল আদিত্য বিড়লা গ্রুপের আইডিয়া মোবাইলের বোর্ড। এই দুই সংস্থার মিলন ভারতের সবথেকে বড় টেলিকম সার্ভিসের জন্ম দিল। আইডিয়া ও ভোডাফোন মিলে যাওয়ার পর তাদের বার্ষিক আয়ের অঙ্ক দাঁড়াবে ৮০ হাজার কোটি টাকা বলে মনে করছে দুই সংস্থা। গ্রাহক সংখ্যা ছাড়াবে ৪০০ মিলিয়ন। অর্থাৎ প্রতি ৩ জন মোবাইল ব্যবহারকারীর একজনের হাতে থাকবে ভোডা-আইডিয়ার সংযোগ। ফলে টেলিকম ক্ষেত্রে তাদের আয় দখল করবে বাজারের ৩৫ শতাংশ। আর গ্রাহকের নিরিখে তাদের বাজার দখলের পরিমাণ হবে ৩৫ শতাংশ। নয়া ‌যুগলবন্দিতে ভোডাফোনের শেয়ার থাকবে ৪৫ শতাংশ, আইডিয়ার ২৬ শতাংশ ও বাকিটা সাধারণ শেয়ার হোল্ডারদের। ভোডা-আইডিয়ার মিলনে বরাদ্দ স্পেকট্রামের ২৫ শতাংশই থাকবে তাদের হাতে।

 

Share
Published by
News Desk

Recent Posts