Business

ভারতে গাড়ি বিক্রিতে পতন অব্যাহত, টানা ১১ মাস ধরে পড়ছে গাড়ি, দুচাকা বিক্রি

Published by
News Desk

অর্থনীতির হাল ফেরাতে গত ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত ১৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে। কর্পোরেট ট্যাক্সে ছাড় সহ অর্থনীতিকে চাঙ্গা করতে একগুচ্ছ ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু তারপরেও ভারতীয় বাজারে গাড়ি বিক্রিতে ভাটার টান থামার নাম নিচ্ছে না। সেপ্টেম্বরেও গাড়ি বিক্রিতে পতন অব্যাহত। গাড়ি হোক বা দুচাকা। ক্রয় বিমুখ ভারতবাসী। যা এত অফার সামনে এনেও টেনে তুলতে পারছেনা সরকার থেকে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি।

সেপ্টেম্বরকে ধরলে টানা ১১ মাস ধরে পড়েই চলেছে গাড়ি বিক্রি। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারস জানাচ্ছে, মোট বাণিজ্যিক গাড়ির বিক্রি সেপ্টেম্বরে ৩৯ শতাংশ পড়েছে। ইউনিটের হিসাবে সংখ্যাটা ৫৮ হাজার ৪১৯। অন্যদিকে যাত্রীবাহী গাড়ির বিক্রিতেও পতন অব্যাহত। সেপ্টেম্বরে ২৩ দশমিক ৬৯ শতাংশ পড়েছে বিক্রি। ইউনিটের নিরিখে সংখ্যাটা ২ লক্ষ ২৩ হাজার ৩১৭টি।

এখন ভারত জুড়েই উৎসবের মরসুম চলছে। এই অবস্থায় সোসাইটির হিসাব অনুযায়ী গাড়ির বিক্রি বেশ ভাল অবস্থায় থাকে। অর্থাৎ সহজ কথায় গাড়ির বিক্রি বাড়ে। কিন্তু এবার তারা কোনও পূর্বাভাস দিতে পারছেনা। অক্টোবরের ডাটা হাতে এলে তবেই ছবিটা পরিস্কার হবে। তবে বাস্তব বলছে মানুষ কিন্তু গাড়ির শোরুমটা এড়িয়েই চলছেন।

এই পরিস্থিতি দুচাকার ক্ষেত্রেও। উল্লেখযোগ্যভাবে কমেছে দুচাকা বিক্রি। আর্থিক মন্দা পরিস্থিতি, দেশের আর্থিক বৃদ্ধির হার ক্রমশ কমতে থাকা, শিল্পোৎপাদনের সূচক শূন্যের নিচে নেমে যাওয়া যে কোথাও গিয়ে গাড়ি বিক্রিতে ব্যাপক প্রভাব ফেলছে তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts