Business

এক সংস্থায় সুনীল গাভাস্কার ও সুনীল শেট্টি

Published by
News Desk

২ জনেই নিজের নিজের কাজে স্বনামধন্য। ভারতীয় ক্রিকেটে কিংবদন্তী সুনীল গাভাস্কার। অন্যদিকে বলিউড সিনেমায় একটা সময় পর্দা কাঁপিয়েছেন সুনীল শেট্টি। এবার ভারতের এই ২ তারকা যুক্ত হলেন একই সংস্থায়। মার্কিন সংস্থা ট্রিটন সোলার-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সংস্থার বোর্ডে যুক্ত হলেন তাঁরা। সংস্থার তরফেই একথা নিশ্চিত করা হয়েছে।

২ তারকাই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেও তাঁদের কাজের ভাগ থাকছে। সুনীল গাভাস্কার হচ্ছেন বিশ্বজুড়ে সংস্থার স্পোর্টস অ্যাম্বাসেডর। অন্যদিকে সুনীল শেট্টি হচ্ছে বিশ্ব জুড়ে ট্রিটন সোলার-এর কর্পোরেট অ্যাম্বাসেডর। সংস্থা ২ তারকাকে ২টি আলাদা দায়িত্ব অর্পণ করেছে। ট্রিটন সোলার প্রিন্ট করা যায় এমন সোলার সেল তৈরি করে। তৈরি করে প্রিন্ট করা লাইটিং এবং প্রিন্ট করা ব্যাটারি।

সুনীল গাভাস্কার এই সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে খুশি। তিনি জানান ভারতে কম খরচে বিদ্যুতের প্রয়োজন রয়েছে। তা এই সংস্থার কর্মকাণ্ডে অনেকটা মিটতে পারে। কম খরচে বিদ্যুতের ঘাটতির সমস্যা এতে মিটতে পারে বলেও মনে করেন তিনি। নিউ জার্সির এই সংস্থার কর্ণধার বি প্যাটেল বলেন, তাঁরা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছেন। তাঁদের সংস্থার যে লক্ষ্য সেই বিদ্যুৎ ঘাটতি দূর করা সেই লক্ষ্যে ২ সমমনস্ক মানুষকে পাশে পেয়ে তাঁরা গর্বিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts