Business

মাছকে সামনে রেখে ৮৩ দেশকে একজোট করছে ভারত

মাছকে সামনে রেখে এবার বিশ্বের ৮৩টি দেশকে এক ছাদের তলায় আনছে ভারত। অভিনব এই প্রচেষ্টা ভবিষ্যতে নীল অর্থনীতির ভোল বদলে দিতে পারে।

মাছ ভারতের এক অন্যতম জলজ সম্পদ। ভারতীয়দের মাছের চাহিদা পূরণ করার পরও মাছ যায় বিশ্বের নানা দেশে। ভারত হল বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মৎস্য রফতানি কারক দেশ। ২০২৪-২৫ অর্থবর্ষে ১৬.৯৮ লক্ষ মেট্রিক টন মাছ রফতানি করেছে ভারত। যা থেকে আয় হয়েছে ৬২৪০৮ কোটি টাকা।

ভারতের কৃষি রফতানির ১৮ শতাংশের সমান এই মাছ রফতানি। ফলে মাছ চাষে ভারতের এই অগ্রগতির চাকাকে আরও গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে ভারত সরকার। ইতিমধ্যেই আন্দামান সাগরে শুরু হয়েছে সমুদ্রে মাছ চাষ। যা ভারতে এই প্রথম।

তবে এই উদ্যোগ ভারতের সামুদ্রিক মাছের উৎপাদন আরও অনেকটা বাড়াবে। এই নানা উদ্যোগের মধ্যে দিয়ে দেশের নীল অর্থনীতিকে আরও চাঙ্গা করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার এবার আরও এক বড় পদক্ষেপ গ্রহণ করল।

বিশ্বের ৮৩টি দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে কেন্দ্রীয় মৎস্যমন্ত্রক। উদ্দেশ্য পরিস্কার। ভারতের মাছ রফতানিতে আরও গতি আনা। যা আখেরে দেশের অর্থনীতির জন্য ফলপ্রসূ হতে চলেছে।

এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশিয়ানিয়া থেকে প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন। এই গোলটেবিল বৈঠক সফল হলে আগামী দিনে ভারত মৎস্য রফতানিতে বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠবে সন্দেহ নেই।

একটি টেকসই, অনুসরণ যোগ্য সামুদ্রিক খাদ্য বাণিজ্যকে এগিয়ে নিয়ে যেতে এই বৈঠক এক গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *