২০৩০ সালের মধ্যে বিশ্বের দরবারে ভারতের সম্মান বাড়তে চলেছে, মুকুটে জুড়বে নতুন পালক
২০৩০ সাল আসতে খুব দেরি নেই। তার মধ্যেই ভারত এক অন্য উচ্চতা ছুঁতে চলেছে। যা বিশ্বের দরবারে ভারতের মাথা আরও উঁচু করবে। বলছে সমীক্ষা।
২০৩০ সাল আসতে আর বেশি দেরি নেই। তারমধ্যেই ভারত এক অন্য উচ্চতা ছুঁয়ে ফেলতে চলেছে। আসতে চলেছে চিন, ইন্দোনেশিয়ার সঙ্গে এক সারিতে। এসবিআই রিসার্চ রিপোর্ট এমনই এক আশার কথা শোনাল।
রিপোর্ট জানাচ্ছে, ভারত অর্থনৈতিক দিক থেকে বিশ্বের আপার মিডল ইনকাম দেশের তালিকায় যুক্ত হতে চলেছে। ভারতের মাথাপিছু আয় ৩ লক্ষ ৬৩ হাজার টাকা বা ৪০০০ ডলার ছুঁতে চলেছে এই সময়ের মধ্যে। যা ভারতকে আপার মিডল ইনকাম দেশে পৌঁছে দেবে।
সমীক্ষাটি জানাচ্ছে স্বাধীনতার পর ভারতের অর্থনীতি ৬০ বছর সময় নিয়েছে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে। ২০১৪ সালে অর্থাৎ ৭ বছরের মধ্যে সেটি ২ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে ওঠে।
এই গতিতে ছুটে ভারতীয় অর্থনীতি ২০২১ সালে ৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে ওঠে। আর ২০২৫ সালের মধ্যে সেটি ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হওয়ার সাফল্য ছুঁয়ে ফেলে। বিশেষজ্ঞদের আশা আগামী ২ বছরের মধ্যে ভারতীয় অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারের গণ্ডি পার করে যাবে।
অন্যদিকে বর্তমান হিসাবে ভারতের মাথাপিছু আয় স্বাধীনতার ৬২ বছর পর ২০০৯ সালে ছোঁয় ৯০ হাজার টাকা বা ১ হাজার ডলার। ২০১৯ সালে অর্থাৎ ১০ বছর পর তা ছুঁয়ে ফেলে ১ লক্ষ ৮১ হাজার টাকা বা ২ হাজার ডলার।
২০২৬-এ দেশের মাথাপিছু আয় ২ লক্ষ ৭২ হাজার টাকা বা ৩ হাজার ডলার ছুঁয়ে এরপর এগিয়ে যাবে ৪ হাজার ডলারের দিকে। যা ২০৩০ সালের মধ্যেই ছুঁয়ে ফেলা সম্ভব হবে বলে নিশ্চিত বিশেষজ্ঞেরা। যা ভারতকে আপার মিডল ইনকাম দেশের তালিকায় জায়গা করে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













