Business

এটাই ভারতের সবচেয়ে দামি খুচরো বাজার যা বিশ্ব তালিকায় ২৪ তম স্থান পেল

দেশজুড়ে বাজারের শেষ নেই। তবে সবচেয়ে দামি খুচরো বাজার কোনটা জিজ্ঞেস করলে একটু বেগ পেতে হতে পারে। এই বাজার আবার বিশ্ব তালিকায় ২৪ তম।

ভারতের নানা প্রান্ত, নানা শহর জুড়ে অনেক বাজার ছড়িয়ে আছে। সেসব বাজারে নিত্য ক্রেতার আনাগোনা। অনেক বাজারেই একটা দোকান করতে মরিয়া থাকেন ব্যবসায়ীরা। সেজন্য তাঁদের খরচও করতে হয়। কিন্তু বাজারের সুনাম, তার অবস্থান, সেখানে ক্রেতার ভিড়, এসব মাথায় রেখে তেমন কোনও বাজারেই দোকান করতে চান ব্যবসায়ীরা।

দিল্লিতে একটি বাজার রয়েছে, যার নাম খান বাজার। দিল্লির এই খান বাজার কিন্তু দেশের অন্য সব বাজারের থেকে কোথাও এক ধাপ হলেও এগিয়ে। কারণ এটা এমন একটা বাজার যেখানে দোকান রাখার খরচ দেশের মধ্যে সবচেয়ে বেশি।

এখানে সারা বছরে এক বর্গফুট জায়গার জন্য একজন ব্যবসায়ীকে প্রায় ২০ হাজার টাকা ভাড়া গুনতে হয়। এতটা খরচ করে দোকান রাখা অন্য কোনও ভারতীয় বাজারের ক্ষেত্রে হয়না।

তাই দিল্লির খান বাজারকে দেশের সবচেয়ে দামি রিটেল বাজার বলে চিহ্নিত করা হয়। ভারতে প্রথম স্থানে থাকা এই খান বাজার বিশ্বস্তরেও নিজের জায়গা করে নিয়েছে তার এই খরচ সাপেক্ষ দোকান ভাড়ার জন্য।

খান বাজার বিশ্বের দামি রিটেল বাজারগুলির মধ্যে ২৪ তম স্থানে এবার জায়গা পেয়েছে। কুশমান অ্যান্ড ওয়েকফিল্ড-এর তৈরি করা তালিকা অনুযায়ী খান বাজার বিশ্বের ২৪ তম দামি রিটেল বাজার।

এদিকে তালিকার একদম শীর্ষে জায়গা করে বিশ্বের সবচেয়ে দামি রিটেল বাজারের তকমা পেয়েছে ব্রিটেনের লন্ডন শহরের নিউ বন্ড স্ট্রিট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *