Business

রূপো কিনতে গিয়ে ঠকে যাওয়ার ভয় মুছে দিতে বড় পদক্ষেপ করল কেন্দ্র

সোনার গয়না খাঁটি কিনা তা চেনার উপায় রয়েছে। হলমার্কের ব্যবস্থা রয়েছে। এবার রূপো কেনার সময়ও যাতে গ্রাহক নিশ্চিন্তে কিনতে পারেন সেটাই নিশ্চিত করল কেন্দ্র।

সোনা কিনতে গিয়ে যাতে মানুষ ঠকে না যান, খাঁটি সোনা পান সেজন্য হলমার্ক চালু হয়েছে অনেক আগেই। কিন্তু রূপো কেনার সময় সেই নিশ্চয়তা দেওয়ার কোনও মাপকাঠি ছিলনা।

এবার যাতে সাধারণ ক্রেতা রূপো কিনতে গিয়ে কোনওরকমভাবে ঠকে না যান, যাতে তাঁরা খাঁটি রূপো পান সেজন্য কেন্দ্র চালু করল রূপোতেও হলমার্ক। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস তাদের হলমার্কিং আইনে বদল এনেছে।

নতুন যে আইন হয়েছে সেখানে রূপোর গয়নার জন্য হলমার্কিং ইউনিক আইডেন্টিফিকেশন বা এইচইউআইডি চালু করেছে বিআইএস। যেখানে রূপোর গয়নায় একটি ইউনিক কোড দেওয়া থাকবে। যাতে সেটি ডিজিটালি পরীক্ষা করা যায়।

বিআইএস কেয়ার মোবাইল অ্যাপ মারফত ক্রেতারা যে রূপোর গয়নাটি কিনছেন সেটি কতটা খাঁটি, তার হলমার্কিং তারিখ, তা পরীক্ষার সেন্টার, গয়নাটির রেজিস্ট্রেশন নম্বর সব দেখতে পাবেন।

এটি সেই রূপোর গয়না সম্বন্ধে কেনার আগে সাধারণ মানুষের মনে কোনও সংশয় আর থাকতে দেবেনা। তাঁরা যে খাঁটিটাই পাচ্ছেন সে বিষয়ে ক্রেতারা নিশ্চিন্ত হতে পারবেন।

এই পদক্ষেপ রূপোর বাজারে অনেক বেশি স্বচ্ছতা নিয়ে আসবে। তাছাড়া রূপোর বাজারের জালিয়াতিতে ইতি টানবে। রূপোর ক্ষেত্রে নতুন হলমার্কিং ব্যবস্থা সম্বন্ধে সাধারণ মানুষকে অবহিত করতে বিআইএস তাদের ব্রাঞ্চ অফিস এবং সোশ্যাল মিডিয়া মারফত বিষয়টি নিয়ে প্রচার চালাবে। বোঝানো হবে ক্রেতার অধিকার রক্ষা সম্বন্ধেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *