গোলু পুতুলদের সুদিন কেড়ে নিল ট্রাম্পের নাছোড় মনোভাব
ট্রাম্পের মনোভাবের শিকার এবার পুতুলরাও। গোলু পুতুলদের দিব্যি চলা নিশ্চিন্ত দিন কেড়ে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিদ।

গোলু পুতুলরা সেজেগুজে তৈরি। বসে আছে যাওয়ার জন্য। কিন্তু যাওয়ার উপায় নেই। বিমানে চড়া হচ্ছেনা তাদের। এখন তাদের সৃষ্টির নেপথ্যে যাঁরা তাঁরা মাথায় হাত দিয়ে বসেছেন।
নবরাত্রি মানেই তার আগে থেকে গোলু পুতুল কেনার হিড়িক শুরু হয়ে যায়। ভারতের মধ্যে মূলত দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে গোলু পুতুলের দারুণ কদর। কিন্তু গোলু পুতুল প্রস্তুতকারক প্রায় ৫০টি পরিবারের এখন পাখির চোখ বিদেশের বাজার।
মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয়রা নবরাত্রির আগে প্রচুর গোলু পুতুল কেনেন। ফলে কোটি কোটি টাকার ব্যবসা হয়। নবরাত্রির দিনগুলোকে উৎসব মুখর করে তোলার জন্য পরবাসে ভারতীয় পরিবারগুলির গোলু পুতুলের প্রতি আগ্রহ বাড়ে।
এটা প্রতিবছরই হয়। কিন্তু এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ ট্যারিফ বসানোর পর সে দেশে গোলু পুতুলের বাজারে কালো মেঘ। তামিলনাড়ুর কাঞ্চিপুরমের বিখ্যাত এই গোলু পুতুল বরদারাজা পেরুমল মন্দিরের আশপাশে বসবাসকারী ৫০টি পরিবার তৈরি করে থাকে।
বিশেষ ধরনের এই পুতুল খুবই রঙিন হয়। এর শিল্পরীতিও একদম অন্যরকম। এখন এই গোলু পুতুলের চাহিদা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও রয়েছে কানাডা, ব্রিটেন এবং জার্মানিতে।
অন্য ৩ দেশে বাজার ঠিকঠাক থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে কালো মেঘ। ইতিমধ্যেই কয়েক কোটি টাকার গোলু পুতুল মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার জন্য তৈরি থাকলেও তা আর যাচ্ছেনা। মার্কিন প্রেসিডেন্টের ট্যারিফ আপাতত তাই মাথায় হাত ফেলেছে তামিলনাড়ুর এই প্রাচীন শিল্পরীতির শিল্পীদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা