Business

বাংলাদেশের অর্থনীতিতে ফের বড় ধাক্কা দিল ভারত

ভারত এবার আরও কড়া মনোভাব দেখাল বাংলাদেশের প্রতি। যা ইউনুসের বাংলাদেশকে বড়সড় অর্থনৈতিক ধাক্কার সম্মুখীন করে দিল। অবশ্যই যা সামাল দেওয়া কঠিন হবে।

বড় সিদ্ধান্ত গ্রহণ করল ভারত। আর সে সিদ্ধান্ত বলবত করল অবিলম্বে। তলানিতে ঠেকা সম্পর্কের কথা মাথায় রেখে ভারতের এই সিদ্ধান্ত সরাসরি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধাক্কা।

বাংলাদেশ থেকে গত ২৭ জুন পাটের নানা প্রকারের সঙ্গে সুতোয় বোনা কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। এবার সেই নিষেধাজ্ঞার তালিকা আরও দীর্ঘ করল ভারত।

বাংলাদেশ থেকে ভারত এবার পাকানো সুতো, দড়ি, পাটের দড়ি, তার, চটের বস্তা এবং ব্যাগ আমদানিতেও নিষেধাজ্ঞা জারি করে দিল। বাংলাদেশ থেকে ভারতে আর এসব জিনিস ঢুকবে না। এই নিষেধাজ্ঞা ইতিমধ্যেই বলবত করে দিয়েছে ভারত।


প্রসঙ্গত ভারত গত ১৭ মে-তেও বাংলাদেশ থেকে কয়েকটি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। যার মধ্যে ছিল রেডিমেড পোশাক এবং প্রক্রিয়াজাত খাবার।

এছাড়া সুতির কাপড়, প্লাস্টিক, পিভিসি দিয়ে তৈরি জিনিসপত্র, কাঠের আসবাব-এর জিনিসও বাংলাদেশ থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। কেবল রেডিমেড পোশাকের ক্ষেত্রে ভারত একটি বিষয়ে ছাড় দিয়েছে।

কোনও স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনও রেডিমেড পোশাক প্রবেশ না করলেও ২টি জলবন্দর দিয়ে তা ঢুকতে পারবে। গত এপ্রিল মাসে বাংলাদেশ ভারত থেকে তন্তু আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে।

তারপরই ভারতের তরফে একের পর এক বাংলাদেশ থেকে আমদানি করা নানা জিনিসে নিষেধাজ্ঞা জারি করা শুরু হয়। ধাপে ধাপে একের পর এক জিনিস আমদানিতে নিষেধাজ্ঞা জারি হয়। সেই তালিকায় এবার নব্য সংযোজন হল অগাস্টেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *