ওষুধের দামে কিছুটা সুরাহা, ৩৫টি অতিপ্রয়োজনীয় ওষুধের দাম কমাল সরকার
সারা মাসে ওষুধের খরচ সামাল দিতেই এখন বহু পরিবার হিমসিম খাচ্ছে। তাদের কিছুটা সুরাহার কথা ঘোষণা করল কেন্দ্র। দাম কমছে ৩৫টি অতিপ্রয়োজনীয় ওষুধের।

এখন অনেক পরিবারেই মাসিক ওষুধ আসে। অনেক পরিবারে দীর্ঘকালীন রোগে আক্রান্ত বাড়ির বয়স্ক সদস্যরা। সারা মাসে ওষুধের খরচ সামাল দিতেই হিমসিম খান সাধারণ মানুষ। মনে মনে আশা করেন ওষুধের দামটা যদি সরকার একটু কমাত তো খুব উপকার হত।
কেন্দ্রীয় সরকার এবার সাধারণ মানুষকে কিছুটা সুরাহা দিয়ে ৩৫টি অতিপ্রয়োজনীয় ওষুধের দামে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ এই সিদ্ধান্ত নিয়েছে।
অ্যান্টি ইনফ্লামেটরি, কার্ডিওভাসকুলার, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ডায়াবেটিক এবং সাইকিয়াট্রিক ওষুধে এই ছাড় দেওয়া হয়েছে। এই ছাড় দেশের সাধারণ মানুষের খরচে কিছুটা হলেও স্বস্তি দেবে। বিশেষত তাঁদের যাঁদের পরিবারে প্রতি মাসেই নির্দিষ্ট ওষুধের প্রয়োজন পড়ে।
যেসব ওষুধে এই ছাড় পেতে চলেছেন মানুষ তার মধ্যে রয়েছে অ্যাসিক্লোফেনাক, অ্যামক্সিসিলিন, অ্যাটোর্ভাস্ট্যাটিনের মত বেশ কয়েকটি কম্বিনেশন। এছাড়া অ্যান্টি ডায়াবেটিক নতুন কম্বিনেশন যেমন এম্পাগ্লিফ্লোজিন, সিটাগ্লিপটিন এবং মেটফরমিন জাতীয় ওষুধ রয়েছে তালিকায়।
এসব ওষুধ কেনার ক্ষেত্রে আগামী দিনে কিছু কম খরচ বহন করতে হবে মানুষকে। যা তাঁদের পকেটের সাশ্রয় করবে। এমনও নির্দেশ দেওয়া হয়েছে যে ওষুধের রিটেলার এবং ডিলারদের এই সব দাম কমা ওষুধের তালিকা তাঁদের দোকানে পরিস্কার করে সকলের জন্য প্রদর্শিত করতে হবে। তা না করলে তাঁদের শাস্তির মুখে পড়তে হবে বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা