সূর্যালোকের স্পর্শে জাপানকে হারিয়ে বিশ্বে ৩ নম্বরে উঠে এল ভারত
সূর্যের আলো কাজে এল। সূর্যালোকের তেজি আলোর স্পর্শে জাপানকে হারিয়ে দিল ভারত। নিজের জায়গা করে নিল বিশ্বের ৩ নম্বরে।

জাপানকে হারিয়ে দিল ভারত। কেবল সূর্যের স্পর্শকে ভরসা করে জাপানকে অনেকটা পিছনে ফেলে এগিয়ে গেল তারা। জাপানের তৃতীয় স্থান কেড়ে নিজে পৌঁছে গেল তৃতীয় স্থানে। বিশ্ব মাঝে এখন ভারত তৃতীয় স্থানে। আর সেকথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।
মন্ত্রী জানান, ভারত এখন সূর্যালোককে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে জাপানকে পিছনে ফেলে দিয়েছে। ভারত এখন ১ লক্ষ ৮ হাজার ৪৯৪ গিগাওয়াট আওয়ার্স বিদ্যুৎ উৎপাদন করে। সেখানে জাপান করে ৯৬ হাজার ৪৫৯ গিগাওয়াট আওয়ার্স।
ভারত অনেকটাই বেশি উৎপাদন ক্ষমতা ধরছে জাপানের তুলনায়। ফলে জাপান যে বিশ্বে সোলার পাওয়ার উৎপাদনে তৃতীয় স্থান দখলে রেখেছিল, সেই স্থানে এখন উঠে এল ভারত।
জাপানকে পিছনে ফেলে দিল তারা। যা অবশ্যই ভারতের জন্য গর্বের খবর। এই খবর ভারতবাসীর কাছে সোশ্যাল মিডিয়া মারফত সামনে আনেন কেন্দ্রীয় নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী।
শুধু সৌরশক্তি উৎপাদনই নয়, সেই সঙ্গে ভারত আগামী বিশ্বের জন্য এক দূষণমুক্ত শক্তি উৎপাদনে এগিয়ে যাচ্ছে। ভারত ইতিমধ্যেই এমন বিদ্যুৎ উৎপাদনের একটি লক্ষ্য স্থির করেছে।
২০৩০ সালের মধ্যে ভারত জীবাশ্ম জ্বালানি ভিন্ন ৫০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে। সেই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপও শুরু হয়েছে।
এমনকি শুধু সোলার এনার্জি উৎপাদনেই আটকে নেই ভারত। এখন উইন্ড পাওয়ার বা হাওয়ার গতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনেও জোর দিচ্ছে ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা