Business

ভারতের বড় সাফল্য, ইতিহাস রচনা করল গোলাপের গন্ধে ভরা লিচু

ভারতের লিচুর একটা চাহিদা বিদেশের বাজারে রয়েছে। তবে এবার ভারতের বিশেষ প্রজাতির গোলাপের গন্ধে ভরা লিচু এক অন্য ইতিহাস রচনা করল।

Published by
News Desk

ভারতে লিচু কম হয়না। লিচুর চাহিদাও নেহাত কম নয়। ভারতেই প্রচুর লিচুর চাহিদা পূরণ করতে হয়। এছাড়া বিদেশের বাজারে ভারতের লিচুর চাহিদা রয়েছে। তবে এবার ভারতের এক বিশেষ প্রজাতির লিচু ইতিহাস রচনা করল।

এ লিচু প্রধানত ফলে পঞ্জাবের পাঠানকোটে। সেখানকার এই বিশেষ প্রজাতির লিচুর বিশেষত্বই হল এই লিচু থেকে গোলাপের গন্ধ বার হয়। আর এটা বলে দেওয়ার দরকার নেই যে গোলাপের গন্ধ লিচুকে আরও আকর্ষণীয় করে তোলে।

এতদিন অন্য অনেক লিচু বিদেশে রফতানি হলেও এই লিচু বিদেশের বাজারে পা দেয়নি। সীমানা পার করেনি এই লিচু। এই ২০২৫ সালে এসে প্রথমবার গোলাপ গন্ধের লিচু সীমানা পার করল।

পাঠানকোটের এই গোলাপের গন্ধে ভরা ১ মেট্রিক টন লিচু পাড়ি দিল কাতারে। শুধু কাতার নয়, অর্ধ মেট্রিক টন লিচু গেছে দুবাইতেও। ভারত নতুন করে বিদেশের তাজা ফলের বাজারে নিজের একটা মাইলস্টোন তৈরি করল।

দেশে ফলন হওয়া দামি কৃষি উৎপাদনে যুক্ত কৃষকদের জন্য এই লিচুর পাড়ি দেওয়া আদপে আগামী দিনের স্বপ্নকে আরও বাস্তবের দিকে এগিয়ে নিয়ে গেল। আগামী দিনে ভারত যে তার কৃষি উৎপাদনের রফতানি বাড়াতে উদ্যোগী তার একটা আন্দাজ ফের পেল বিশ্ব।

যা দেশের কৃষকদের অর্থনৈতিক মুনাফার রাস্তাকেও প্রশস্ত করছে। আন্তর্জাতিক বাজারে দাপট দেখাতে পারলে কৃষকরা অর্থনৈতিক দিক থেকেও অনেকটা লাভবান হবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts