Business

বিশ্ব উষ্ণায়নের জন্য ধনীরা দায়ী, দরিদ্ররা নয়, কীভাবে সেটা স্পষ্ট করল রিপোর্ট

বিশ্বজুড়ে এখন অন্যতম চিন্তার বিষয় বিশ্ব উষ্ণায়ন। তবে সে উষ্ণায়নের জন্য দায়ী বিশ্বের ১০ শতাংশ অর্থবান মানুষজন। ৫০ শতাংশ দরিদ্র মানুষের কোনও অবদান এতে নেই।

কোথাও গরম লাগাম ছাড়াচ্ছে। তাপপ্রবাহ, খরা ক্রমশ বৃহত্তর আকার নিচ্ছে। এ থেকে মুক্তির উপায় খুঁজে বেড়াচ্ছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ। কিন্তু অবস্থা ক্রমশ জটিলই হচ্ছে। এজন্য কি কেবল আবহাওয়ার পরিবর্তনই দায়ী? তা কিন্তু মনে করছেননা বিশেষজ্ঞেরা।

বরং এজন্য বিশ্বের ১০ শতাংশ অতি অর্থবান মানুষকেই কাঠগড়ায় চাপাচ্ছেন তাঁরা। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, বিশ্ব উষ্ণায়নের জন্য বিশ্বের ১০ শতাংশ অতি ধনীই দায়ী। বিশ্বের ৫০ শতাংশ দরিদ্র মানুষের এই বিশ্ব উষ্ণায়নে কোনও ভূমিকা নেই।


বরং বিশেষজ্ঞদের আরও চাঞ্চল্যকর দাবি হল, যদি ওই ১০ শতাংশ অর্থবান মানুষ না থাকতেন তাহলে ১৯৯০ সালের পর এই যে এক চরম আবহাওয়া বিশ্ববাসী দেখছেন, তা দেখতে হতনা।

সুইৎজারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া এবং অস্ট্রেলিয়ার গবেষকেরা গবেষণা চালিয়ে দেখেছেন বিশ্বজুড়ে যে ক্ষতিকারক গ্যাস নির্গমন হচ্ছে, যা এই বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ, সেই নির্গমন হচ্ছে বিশ্বের ১০ শতাংশ অতি ধনীর জীবনধারণ ও বিনিয়োগ সংক্রান্ত পছন্দের কারণে।


বিশ্ব উষ্ণায়নে তাঁদের দান সবচেয়ে বেশি। ১৯৯০ সালের পর যে দ্রুত বেড়ে চলা বিশ্ব উষ্ণায়ন পৃথিবী দেখেছে তার দুই তৃতীয়াংশই পৃথিবীর ১০ শতাংশ ধনীর কারণে ঘটেছে।

তাঁরা ব্যক্তিগতভাবে যা ব্যবহার করছেন তার প্রভাব তো আছেই, সেই সঙ্গে তাঁরা যে পছন্দের বিনিয়োগ বেছে নিচ্ছেন তাও বিশ্ব উষ্ণায়নের কারণ হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button