বিশ্ব অর্থনীতিতে ভারতের জয়জয়কার, জাপানকে পিছনে ফেলে ৪ নম্বরে ভারত
বিশ্ব অর্থনীতিতেও ভারত তার দাপট দেখাতে সক্ষম হচ্ছে। জাপানকে পিছনে ফেলে বিশ্বের সেরা অর্থনীতির তালিকায় আরও একধাপ এগিয়ে গেল দেশ।

বিশ্ব অর্থনীতিতে এখন ভারতই সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া বৃহৎ অর্থনৈতিক শক্তি। আগামী ২ বছরের মধ্যে আরও ৬ শতাংশ অর্থনৈতিক বৃদ্ধি পকেটে পুরতে চলেছে ভারত। তেমনই মনে করছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট।
যে রিপোর্ট সামনে এসেছে তা অবশ্যই যে কোনও ভারতীয়কে গর্বিত করার জন্য যথেষ্ট। রিপোর্টে বলা হয়েছে ২০২৫ সালে জাপানকে টপকে ভারতই বিশ্বের চতুর্থ অর্থনৈতিক শক্তি হিসাবে সামনে এসেছে। নিজের জায়গা স্থির করেছে।
ভারতের সাধারণ জিডিপি ৪ হাজার ১৮৭ বিলিয়ন ডলার ছুঁয়েছে। যেখানে জাপানের একই সময়ে সাধারণ জিডিপি দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৬ বিলিয়ন ডলারে। জাপান ভারতের পিছনে চলে যাওয়ায় ভারত এখন পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি। তবে সুখবরের এখানেই শেষ নয়।
আইএমএফ-এর রিপোর্টে বলা হয়েছে জাপান বিশ্ব বাণিজ্যের লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে। ফলে তাদের অর্থনৈতিক বৃদ্ধি ০.৬ শতাংশে থমকে গেছে। যা ২০২৫ ও ২০২৬ সালের জন্য থমকেই থাকতে চলেছে।
অন্যদিকে ভারত যে গতিতে ছুটছে তাতে ২০২৮ সালে ভারতের জিডিপি বেড়ে দাঁড়াতে পারে ৫ হাজার ৫৮৪ বিলিয়ন ডলারে। সেক্ষেত্রে ২০২৮ সালে জার্মানিকেও টপকে যেতে চলেছে তারা।
২০২৫ সালে ভারত উঠে এসেছে বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনীতি হয়ে। জার্মানিকে পিছনে ফেলতে পারলে ২০২৮ সালে তারা আরও একধাপ এগিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতেই পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা