বিদ্যুৎ পরিবহণ ব্যবস্থা, প্রতীকী ছবি
জানুয়ারি মাসে ভারত জুড়ে বেড়েছে বিদ্যুতের চাহিদা। কতটা বেড়েছে? বেড়েছে ১৩৮ বিলিয়ন ইউনিট। যে তথ্য সামনে আসার পর অনেকেরই তা অবিশ্বাস্য লেগেছে। জানুয়ারি মাসে কখনও এত বেশি বিদ্যুতের চাহিদা দেখেননি দেশবাসী। কিন্তু কেন এমন অবস্থা?
এত বিদ্যুৎ খরচ হল কেন? এর প্রাথমিক কারণ লুকিয়ে আছে গরমে। সবে শেষ হওয়া জানুয়ারি মাস ১২৫ বছরের রেকর্ডে এক এমন জানুয়ারি যা প্রবল গরমে ভরা ছিল। ১২৫ বছরের রেকর্ডে এমন গরম জানুয়ারি ভারত মাত্র ৩ বার দেখেছে। যার একটি এ বছর দেখা গেল।
জানুয়ারিতে ভারতের গড় পারদ ১৮.০৪ ডিগ্রি সেলসিয়াস থাকে। ১৯০১ সাল থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সেটাই পাওয়া গিয়েছে। এবার জানুয়ারি মাসে সেই গড় বেড়েছে ০.৯৪ ডিগ্রি সেলসিয়াস। অনুমেয় যে গরম কতটা বৃদ্ধি পেয়েছে।
এবার জানুয়ারি মাসে অনেককেই বাড়িতে ফ্যান চালাতে হয়েছে। চলেছে এসিও। যেখানে শীতের দিন হিসাবে জানুয়ারিকে মনে করা হয়, সেখানে এমন উত্তাপ পরিস্থিতিকে ঘোরাল করেছে।
বিশ্ব উষ্ণায়নের হাত ধরে এমন জানুয়ারি মাস ভারত বলেই নয়, গোটা বিশ্ব দেখেনি। এতটাই উত্তপ্ত জানুয়ারি কাটাতে হয়েছে বিশ্বের একটা বড় অংশকে।
ভারতে সাধারণ মানুষের বাড়িতে যেমন এবার গরমের জন্য বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে, তেমন ভারতজুড়েই এবার জানুয়ারি মাসে শিল্পক্ষেত্রে প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। তবে ভারতজুড়ে যে বিদ্যুৎ উৎপাদন হয়েছে, তাতে এই পুরো চাহিদা মেটাতে কোনও সমস্যা হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা