Business

দীপাবলির আনন্দ মাথায় হাত ফেলে দিল চিনের

দীপাবলির আনন্দে উদ্বেল গোটা ভারত। উৎসবের আনন্দে মাতোয়ারা সকলেই। ভারতের দীপাবলির সেই আনন্দ ম্লান করে দিল চিনের মুখ।

Published by
News Desk

ভারতের অন্যতম প্রধান উৎসব দীপাবলি। এমন এক উৎসব যাতে মেতে ওঠেন আপামর ভারতবাসী। ভারতের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই এই আলোর উৎসব পালিত হয়। যদিও এক এক জায়গায় এক এক রকমভাবে পালিত হয় এই উৎসব।

যেমন পশ্চিমবঙ্গে দীপাবলি মানে কালীপুজো। আর বাংলায় কালীপুজো মানেই আলোর উৎসব। দীপাবলির আনন্দে যখন ভারত আনন্দে মাতোয়ারা তখন চিনের মুখে কালো ছায়া।

ভারতের এই উৎসব চিনের ব্যবসায়ীদের বড় ধাক্কা দিয়েছে। তাঁদের ১.২৫ লক্ষ কোটি টাকা লোকসানের মুখ দেখতে হয়েছে কেবল দীপাবলিতে।

কনফেডারেশন অফ ট্রেডার্স জানাচ্ছে, দীপাবলিতে এবার প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকাল কাজ করেছে। চিন দীপাবলিকে সামনে রেখে এই সময় ভারতীয়দের পছন্দের জিনিস তৈরি করে। তারপর ভারতীয় বাজারে তা বিক্রি করে।

ভারতীয় বাজারে এই জিনিসপত্র বিক্রি দীপাবলির সময় মোটা অঙ্কের মুনাফার মুখ দেখায় চিনের ব্যবসায়ীদের। কিন্তু এবার দেশিয় জিনিসপত্রেই বেশি মন দিয়েছেন সাধারণ মানুষ।

দীপাবলিকে সামনে রেখে তাঁরা চিনের জিনিস কম কিনে দেশে তৈরি সামগ্রি বেশি করে কিনছেন। ফলে চিনের ব্যবসায়ীরা যে বিপুল বাজারের আশা করে উৎপাদনে জোর দিয়েছিলেন তা মুখ থুবড়ে পড়েছে।

ভারতের বিভিন্ন অংশে দীপাবলিকে সামনে রেখে এই সময় প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি এবার তুঙ্গে ছিল। তা বাজারে আসার পর সাধারণ মানুষও চিনের তৈরি জিনিস সরিয়ে রেখে এসব জিনিস কিনছেন। যা ভারতীয় শিল্পী, কারিগরদের জন্য আনন্দের হলেও চিনের ব্যবসায়ীদের মাথায় হাত ফেলে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts