Business

দেড় মাসে ৩৫ লক্ষ বিয়ে হবে দেশে, খরচ কত শুনলে চোখ কপালে উঠবে

হেমন্তের হিমেল হাওয়া গায়ে মেখে ৩৫ লক্ষ বিয়ে অপেক্ষা করছে দেশজুড়ে। আর সেই বিয়েতে যে পরিমাণ খরচ হতে চলেছে তা শুনলে চোখ কপালে উঠতে পারে।

Published by
News Desk

দুর্গাপুজো প্রায় এসেই পড়ল। আর এবার পুজো শেষের পর কার্তিক মাস পড়ে যাবে। খাতায় কলমে হেমন্তকাল। হেমন্তের হিমেল পরশ গায়ে মেখে উৎসব পর্ব শেষে দেশ মেতে উঠবে অন্য উৎসবে।

হিসাবে বলছে আগামী নভেম্বর থেকে মধ্য ডিসেম্বর, এই দেড় মাসে দেশ জুড়ে ৩৫ লক্ষ জোড়া হাত এক হতে চলেছে। সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ৩৫ লক্ষ জোড়া নারী পুরুষ।

ভারতে বিয়ে মানেই বিশাল জাঁকজমক। সামর্থ্য বুঝে যতটা সম্ভব ততটাই উজাড় করে করার চেষ্টা করেন অভিভাবকরা। সব মিলিয়ে দারুণ উৎসবের আবহ তৈরি হয় বিয়ে ঘিরে।

আর সেই আনন্দ উৎসবের আয়োজনে যে মোটা অঙ্কের টাকা খরচ হবে তা বলাই বাহুল্য। হিসাব বলছে হেমন্তের এই দেড় মাসে ৩৫ লক্ষ বিয়েতে ভারতে খরচ হতে চলেছে ৪.২৫ লক্ষ কোটি টাকা। একদম ঠিকই পড়ছেন। এই অঙ্কটাই খরচ হতে চলেছে। এই ৩৫ লক্ষ বিয়েকে কেন্দ্র করে সোনার বিক্রিও বাড়ছে।

ভারতে প্রতিবছর ১ কোটির মত বিয়ে হয়। এই বিয়েকে কেন্দ্র করে যে ব্যবসা হয় তার অঙ্কটাও মাথা ঘুরিয়ে দেওয়ার মত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিয়ের খরচের ব্যবসা হয় ভারতে।

এই ১ কোটি বিয়েকে কেন্দ্র করে খরচ হয় ১০ লক্ষ ৮৬ হাজার ৪৮ লক্ষ কোটি টাকা! সেই সঙ্গে বহু মানুষের কর্মসংস্থানও হয় বিয়েকে কেন্দ্র করে তৈরি নানা আয়োজনে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts