Business

ডিজিটাল লেনদেনে জোর, কয়েকটি ব্যাঙ্কে ৪ বারের বেশি লেনদেনে গুনতে হবে অতিরিক্ত অর্থ

Published by
News Desk

এতদিন ছিল এটিএমে। নিজের ব্যাঙ্কের এটিএম থেকে ৫ বারের বেশি টাকা তুললেই গুনতে হত চার্জ। বৃহস্পতিবার থেকে আইসিআইসিআই, এইচডিএফসি বা অ্যাক্সিসের মত প্রথমসারির বেসরকারি ব্যাঙ্কগুলিতে বিনামূল্যে ৪ বারের বেশি লেনদেন করতে পারবেন না গ্রাহকরা। ৪ বারের বেশি হলেই গুনতে হবে ১৫০ টাকা করে অতিরিক্ত চার্জ। সেখানেই শেষ নয়, তার সঙ্গে একটি সার্ভিস চার্জও গুনতে হবে। প্রতি হাজার টাকার লেনদেনে ৫ টাকা করে সার্ভিস চার্জ দিতে হবে তাঁদের। আপাতত দেশের কয়েকটি বেসরকারি ব্যাঙ্ক এই নিয়ম চালু করলেও পরে তা সব ব্যাঙ্কেই চালু হবে বলে আশঙ্কা করছেন গ্রাহকরা। টাকা তোলা বা জমা দেওয়ার মানেই একবার লেনদেন হয়ে গেল বলে গণ্য হবে।

 

Share
Published by
News Desk

Recent Posts