দুধ, প্রতীকী ছবি
দুধের দাম বৃদ্ধির ধারা অব্যাহত। প্রতিদিনের জীবনে ধনী দরিদ্র সকল পরিবারেই দুধের প্রয়োজন থাকে। সেই দুধের দাম বাড়লে তাই তা সরাসরি আমজনতার পকেটে ধাক্কা দেয়। বাড়িতে লাগবেই। এদিকে দাম বাড়ছে। ফলে একরকম বাধ্য হয়েই পকেটের ওপর চাপটা সহ্য করতে হয় মানুষকে।
এবার তাদের সব ধরনের দুধের প্রকারের ওপরই দাম বৃদ্ধি করল মাদার ডেয়ারি। সংস্থার তরফ থেকে সাফাই হিসাবে জানানো হয়েছে ইনপুট ব্যয় বৃদ্ধি পাওয়ায় তাদের এই দাম বাড়ানোর পথে হাঁটতে হয়েছে।
লিটার পিছু ২ টাকা করে দাম বাড়িয়েছে সংস্থা। প্রসঙ্গত দুধটি তৈরি করতে যে কাঁচা মাল, শ্রম, অন্যান্য প্রয়োজনীয় উপাদান লাগে তাকেই বলে ইনপুট কস্ট।
সংস্থার তরফে জানানো হয়েছে কয়েক মাস ধরেই তাদের বেশি খরচ বহন করতে হচ্ছে। তাপপ্রবাহ দুধের উৎপাদনে বড় ধাক্কা দিয়েছে। এসব সত্ত্বেও তারা এতদিন অপেক্ষা করেছে। দাম বাড়ায়নি।
কিন্তু এখন দুধ উৎপাদক ও ক্রেতা উভয়ের স্বার্থ সুরক্ষিত রেখেই তারা তাদের সব ধরনের দুধের দাম লিটার প্রতি ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি করেছে।
মাদার ডেয়ারি যেমন দুধের দাম বৃদ্ধি করল, তেমনই দেশের অন্য এক প্রথমসারিতে থাকা দুধ ও দুগ্ধজাত খাদ্য উৎপাদক সংস্থা আমূল তাদের দুধের দামও বৃদ্ধি করেছে।
আমূলও তাদের সব ধরনের দুধে লিটার প্রতি ২ টাকা করে দাম বৃদ্ধি করেছে। সব মিলিয়ে দেশের আমজনতার ব্যয়ভার আরও বাড়ল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…