Business

গম নিয়ে আর কালোবাজারি নয়, কড়া নিয়ম আনল কেন্দ্র

গমের কালোবাজারি অনেক সময় গমের দাম বাড়িয়ে দেয়। দাম বাড়ে আটার। মাথায় হাত পড়ে সাধারণ মানুষের। সেসব রুখতে নতুন নিয়ম আনল কেন্দ্র।

Published by
News Desk

চাল, গমের দাম বাজারে নিয়ন্ত্রণের বাইরে গেলে তা সরাসরি দেশের সব অর্থনৈতিক ক্ষমতার মানুষের ওপর প্রভাব ফেলে। ধনী শ্রেণির সমস্যা না হলেও তথাকথিত মধ্যবিত্ত ও দরিদ্রদের ওপর সরাসরি তা প্রভাব ফেলে।

কারণ চাল, গম অতি দরিদ্র মানুষেরও দৈনন্দিন খাবার। তাঁদের বেঁচে থাকার রসদ। ভাত আর রুটি সব মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য তার দাম নিয়ন্ত্রণে থাকা জরুরি।

কিন্তু অনেক সময়ই দেখা যায় গমের মজুত থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী গমের যোগান নিয়ে বাজারে ছদ্ম হাহাকার তৈরি করেন। যাতে তার দাম বাড়ে।

এরপর দাম বাড়লে মজুত করে রাখা গম অনেক বেশি দামে বাজারে ছেড়ে অধিক মুনাফা ঘরে তুলতে থাকেন। এই প্রবণতায় রাশ টানতে এবার বড়সড় পদক্ষেপ করল কেন্দ্র।

কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, দেশজুড়ে যত গমের পাইকারি ও খুচরো ব্যবসায়ী রয়েছেন, তাঁদের গমের মজুত ভান্ডারের কি পরিস্থিতি তা সরকারি একটি পোর্টালে জানাতে হবে।

একবার জানিয়ে দিলেই হবেনা। প্রতি শুক্রবার করে তাঁদের কাছে থাকা গমের মজুত সম্বন্ধে খুঁটিনাটি ওই পোর্টালে জানিয়ে দিতে হবে। প্রতি শুক্রবার করেই তাঁদের তা জানিয়ে যেতে হবে। সরকার ফের কোনও নির্দেশ জারি করার আগে পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে।

এতে কালোবাজারির চেষ্টা রোখা, লুকিয়ে গম মজুত করে রাখায় রাশ টানা সম্ভব হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts