Business

বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি ভারতেরই বাসিন্দা, সম্পত্তির অঙ্ক শুনলে বিশ্বাস হবেনা

যে কোনও অর্থনীতিতে ভিখারির রোজগার নামে একটি আলাদা অধ্যায় থাকে। যাঁদের মনে হয় কেন থাকে তাঁদের এই কাহিনি শুনলেই সব পরিস্কার হয়ে যাবে।

Published by
News Desk

বিশ্বের যে কোনও দেশেই যাওয়া যাক না কেন, সেখানে ভিখারি খুঁজে পাওয়া যায়। ভারতের আসমুদ্রহিমাচলের যেখানেই যাওয়া যাক সেখানেই ভিখারি দেখতে পাওয়া যায়। বিশ্বের যত মানুষ ভিক্ষা করে জীবন যাপন করেন, তাঁদের মধ্যে সবচেয়ে ধনী ভিখারি কিন্তু রয়েছেন এই ভারতেই।

যাঁর মোট সম্পত্তির অঙ্ক শুনলে যে কেউ বেশ কিছুক্ষণ চুপ করে যেতে পারেন। কারণ বহু হোয়াইট কলার পেশার সঙ্গে যুক্ত মানুষও এত টাকা জমিয়ে উঠতে পারেননি যা তাঁর ৪০ বছরের ওপর ভিক্ষা জীবনে রোজগার করেছেন ভরত জৈন।

কিশোর বয়স থেকেই ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত ভরত এখন থাকেন মুম্বই শহরে। ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বইয়ের বাসিন্দাই এখন বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি। যাঁর মোট সম্পত্তির পরিমাণ সাড়ে ৭ কোটি টাকার আশপাশে।

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ৫৪ বছর বয়সী ভরত জৈন মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা রোজগার করেন। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলস্টেশন বা আজাদ ময়দানের মত জায়গাতেই তাঁকে মূলত ভিক্ষা করতে দেখা যায়।

ভিক্ষুক মানে অতি দীন, দারিদ্র সীমার নিচে বসবাসকারী, প্রতিদিন দুবেলা ভাল করে খাবার জোটে না ধরনের যে ধারনা অনেক মানুষের মনে রয়েছে, তা সম্পূর্ণ বদলে দিয়েছেন ভরত জৈন।

ভিক্ষাকে তিনি আকর্ষণীয় এক পেশার রূপ দিয়ে দিয়েছেন। মুম্বইতে ২ কামরার একটি ফ্ল্যাটে থাকেন তিনি। এছাড়া দোকানও রয়েছে। নিজেকে এক অন্য উচ্চতায় তুলে নিয়ে যেতে পেরেছেন ভরত। ভারত তো বটেই, এমনকি বিশ্বের অনেক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে ভারতের ভরত কথা।

Share
Published by
News Desk

Recent Posts