Business

চাল নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্র

দেশে চালের যোগান ঠিক রাখতে কড়া সিদ্ধান্তের কথা গতবছরই জানিয়ে দিয়েছিল ভারত। তবে তার পাশাপাশি এদিন আরও এক নতুন সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্র।

Published by
News Desk

ভারতে চালের দাম এতটাই দ্রুত চড়ছিল যে দেশজুড়ে তা চর্চার কেন্দ্রে উঠে এসেছিল। সাধারণ মানুষ প্রমাদ গুনছিলেন আগামী দিনে চাল কেনার সংস্থান সকলের থাকবে কিনা তা নিয়ে। সেই অবস্থায় গতবছর ২০ জুলাই বাসমতী নয় এমন চালের রফতানি বন্ধ করে দেয় কেন্দ্র। যাতে দেশের বাজারে চালের যোগান ঠিক থাকে। চালের দাম নিয়ন্ত্রণে থাকে। আখেরে মুদ্রাস্ফীতিতে নিয়ন্ত্রণ রাখা যায়।

এসব কথা মাথায় রেখে কেন্দ্রের সেই কড়া সিদ্ধান্তের জেরে দেশিয় বাজারে চালের দাম একটা জায়গায় দাঁড়িয়ে যায়। তারপর থেকে দেশে চালের যোগান ঠিক রাখতে চালের রফতানি বন্ধই রেখেছে কেন্দ্র। তবে এবার সেই কড়া অবস্থানে কিছুটা হলেও বদল আনা হল।

আফ্রিকার ৩টি দেশে চালের ন্যূনতম চাহিদা পূরণ করতে এগিয়ে এল ভারত। আফ্রিকার ওই ৩টি দেশ থেকে ভারতের কাছে চালের জন্য সাহায্য চাওয়া হয়েছিল।

মানবিক দিককে সম্মান জানিয়ে ভারত সেই ডাকে সাড়া দিয়েছে। ৩০ হাজার টন বাসমতী নয় এমন চাল তানজানিয়ায়, ৩০ হাজার টন ভাঙা চাল জিবুতিতে এবং ৫০ হাজার টন চাল পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউ-তে পাঠাচ্ছে ভারত।

প্রসঙ্গত গতবছরের ২০ জুলাই থেকে চাল রফতানি বন্ধ থাকলেও কয়েকটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এমন দেশের ক্ষেত্রে ভারত সেখানকার খাদ্য সমস্যাকে মাথায় রেখে চাল পাঠিয়েছে। তবে তা নিয়মিত রফতানির মত নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts