Business

পেঁয়াজ নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ভারত

পেঁয়াজ নিয়ে নতুন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ৩১ মার্চ পর্যন্ত অপেক্ষায় না গিয়েই এই সিদ্ধান্ত নিল সরকার। তবে তা শর্তসাপেক্ষে প্রযোজ্য।

Published by
News Desk

পেঁয়াজের দাম দ্রুত গতিতে বাড়তে থাকায় গত বছরের শেষের দিকে মধ্যবিত্তের মাথায় হাত পড়ে। পেঁয়াজ কেনা কার্যত সাধ্যের বাইরে যেতে থাকে। অথচ হেঁশেলে পেঁয়াজ ছাড়া চলা প্রায় অসম্ভব। আমজনতার দৈনন্দিন রান্নায় আলু, আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর মত উপাদান ছাড়া চলেনা।

ফলে পেঁয়াজের দামে লাগাম দিতে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করে। কেন্দ্রের তরফে গত ৮ ডিসেম্বর ঘোষণা করা হয় দেশিয় বাজারে পেঁয়াজের যোগান ঠিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে পেঁয়াজ রফতানি ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত রদ করা হল। যার সুফল ভারতীয় বাজারে পড়ে।

এখন অবশ্য পেঁয়াজের দাম অনেকটাই নিয়ন্ত্রণে। এই অবস্থায় পেঁয়াজ রফতানি নিয়ে কড়া অবস্থান থেকে কিছুটা সরে বাংলাদেশে ৫০ হাজার টন এবং সংযুক্ত আরব আমিরশাহীতে ১৪ হাজার টন পেঁয়াজ রফতানিতে ছাড় দিল সরকার।

যদিও তা ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্টস লিমিটেডের হাত ধরেই করতে হবে। ৩১ মার্চ পর্যন্ত কোনও দেশেই পেঁয়াজ না রফতানির সিদ্ধান্ত থেকে কিছুটা হলেও সরে এল কেন্দ্র।

যদিও এটা মনে রাখা দরকার যে গত ৮ ডিসেম্বর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারির পরও ভারত তার কিছু বন্ধু দেশে কিন্তু পেঁয়াজ পাঠানো অব্যাহত রেখেছিল।

তবে তা হয়েছিল ২ সরকারের মধ্যে আদান প্রদান। এক্ষেত্রে কোনও ব্যবসায়িক স্বার্থ নয়, জড়িয়ে ছিল ভারতের তরফে দেওয়া আশ্বাস। যা ভারত সরকার কিন্তু পূরণ করেছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts