Business

পেঁয়াজের ঝাঁঝ কমাতে বড় পদক্ষেপ করল কেন্দ্র

বাড়তে থাকা পেঁয়াজের ঝাঁঝ কিছুটা হলেও এবার কমতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। অন্তত কেন্দ্রীয় সরকারের দ্রুত পদক্ষেপের পর।

Published by
News Desk

টমেটোর দামের ছেঁকা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। কাঁচা লঙ্কা, আদা, রসুন সহ অন্য বেশ কয়েকটি আনাজের দাম কার্যত মধ্যবিত্তের খাবার পাতে তাদের ব্রাত্য করে দিয়েছিল। সাধারণের হিসেব কষা মাসিক বাজেট ছাপিয়ে দাম রীতিমত চোখ রাঙাচ্ছিল।

এখন সেই তালিকায় যোগ দিয়েছে আলু এবং পেঁয়াজের দাম। যা এবার বাড়তে শুরু করেছে। আর যেভাবে বাড়ছে তাতে এগুলির দামও ধরাছোঁয়ার বাইরে যাওয়া এখন সময়ের অপেক্ষা।

এই অবস্থায় পেঁয়াজের দাম যেভাবে তার ঝাঁঝ বাড়াচ্ছে তাতে নতুন করে প্রমাদ গুনছেন আমজনতা। এই অবস্থায় দেশে পেঁয়াজের যোগান ঠিক রেখে দাম একটা জায়গায় ধরে রাখতে কেন্দ্র তড়িঘড়ি এক পদক্ষেপ করল।

পেঁয়াজের রফতানির ওপর ৪০ শতাংশ রফতানি কর বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। যা ইতিমধ্যে কার্যকরও হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা লাগু করা হয়েছে বলে জানিয়েছিল কেন্দ্র।

এই ৪০ শতাংশ রফতানি কর বৃদ্ধি আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত লাগু থাকবে বলেও জানিয়ে দিয়েছে সরকার। রফতানি কর বাড়লে বিদেশে পেঁয়াজ পাঠানোর প্রবণতা কিছুটা হলেও কমবে বলেই মনে করা হচ্ছে।

রফতানি একদম বন্ধ না করে রফতানি কর বাড়িয়ে ঘুরিয়ে রফতানি কমানোর পথে হাঁটল কেন্দ্র। এখন এই পদক্ষেপের কতটা প্রভাব দেশিয় বাজারে পড়ে তা সময়ই বলে দেবে। আমজনতার বক্তব্য পথ যাই হোক পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকলেই তাঁরা খুশি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts