Business

চাল নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র, খুশি মধ্যবিত্ত

মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে চাল নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। যা আগামী দিনে দেশের সাধারণ মানুষের জন্য উপকারি হতে পারে বলেই মনে করছেন সকলে।

Published by
News Desk

চালের দাম হুহু করে বেড়ে চলেছে। এ নিয়ে বিভিন্ন মহল থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল। বাসমতী নয় এমন চালের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে দেশজুড়ে তাতে কেন্দ্রকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল।

চাল এমন এক জিনিস যা প্রতিটি পরিবারে লাগবেই। টমেটোর দাম বাড়লে তা পাত থেকে কিছুদিন বাদ দেওয়া যায়। কিন্তু ভাত নয়। তাই চালের দাম বাড়লেও ওই দাম দিয়েই সাধারণ মানুষকে চাল কিনতে হচ্ছিল। যা তাঁদের মনে সরকারের বিরুদ্ধে ক্ষোভও তৈরি করছিল। এবার সেই ক্ষতে প্রলেপ দেওয়ার মত পদক্ষেপ করল কেন্দ্র।

বৃহস্পতিবার কেন্দ্র চাল নিয়ে এক বড় সিদ্ধান্ত নিয়েছে। দেশিয় বাজারে যাতে চালের যোগান অনেকটা বাড়ানো যায় সেজন্য বাসমতী নয় এমন চালের রফতানি সম্পূর্ণ রদ করা হয়েছে। যদিও তা সাময়িক।

তবে এই মুহুর্তে এমন এক পদক্ষেপ দেশিয় বাজারে চালের যোগান বাড়ানোর পাশাপাশি দামও কমাবে। যে দিনটার জন্য কার্যত অপেক্ষায় ছিলেন দেশের আমজনতা।

চালের দাম গত ১ বছরে দেশিয় বাজারে ১১.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তারমধ্যে ৩ শতাংশ লাফ দিয়ে বেড়েছে গত ১ মাসে। তার ফলে সবজি বা মশলা কেনার পাশাপাশি চাল কিনতেও হিমসিম খেতে হচ্ছিল সাধারণ মানুষকে।

রফতানি বন্ধের এই পদক্ষেপের পর তার প্রভাব দেশিয় খুচরো বাজারে কবে এসে পড়ে সেই অপেক্ষা থাকবে। প্রসঙ্গত ভারতের মোট চাল রফতানির ২৫ শতাংশ দাঁড়িয়ে আছে বাসমতী নয় এমন সাদা চালের ওপর। সেটা আপাতত বন্ধ করল কেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts