Business

বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি একজন ভারতীয়, আয় জানলে জ্ঞানও হারাতে পারেন

দেশের তো বটেই তিনি বিশ্বেরও সবচেয়ে ধনী ভিখারি। অন্য কোনও দেশে নয় এ দেশেই তাঁর বাস এবং ভিক্ষাবৃত্তি। তাঁর আয় জানলে কেউ জ্ঞান হারালে অবাক হবেন না।

Published by
News Desk

রাস্তায় চলতে ফিরতে ভিখারির দেখা তো মেলেই। তাঁদের হাতে কিছু খুচরো পয়সাও অনেকে তুলে দেন। দেশের অন্যতম হতদরিদ্র মানুষ হিসাবেই তাঁদের চিহ্নিত করেন সকলে।

কিন্তু সেই ভিখারির আয় যখন অন্য বহু কর্পোরেট হোয়াইট কলার কর্মীর চেয়েও অনেক বেশি হয় তাহলে তো চমকে যেতেই হয়। মুম্বই শহরে ভিক্ষা করা এমন ভিখারি কিন্তু এখন বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি।

তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে ৭ কোটি টাকা। যার মধ্যে রয়েছে তাঁর মুম্বই শহরে একটি ফ্ল্যাট। থানে শহরে রয়েছে ২টি দোকান। তাঁর ২ সন্তানই ইংরাজি মাধ্যম স্কুলে পড়াশোনা করেছে। যথেষ্ট সচ্ছল জীবনযাপন করেন এই ভিখারি।

ভরত জৈন নামে এই ভিখারিই এখন বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি। যাঁর মুম্বইয়ের ফ্ল্যাটটির দামই দেড় কোটি টাকা। সেখানে ভরত তাঁর স্ত্রী, ২ সন্তান, বাবা ও ভাইয়ের সঙ্গে বাস করেন।

ভরত ছোটবেলায় অর্থাভাবে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেননি। বাঁচার জন্য ভিক্ষাবৃত্তিকেই পেশা হিসাবে বেছে নেন। তারপর মুম্বই শহরের অত্যন্ত বিত্তশালী এলাকা হিসাবে পরিচিত বিভিন্ন জায়গায় ভিক্ষা করা শুরু করেন।

এখন ভরতের ভিক্ষা করেই মাসিক রোজগার প্রায় ৭৫ হাজার টাকা। দেশজুড়ে অনেকেই এই টাকা মাসে রোজগার করতে পারেননা। এর অর্ধেক করতেই বহু মানুষের দিন কেটে যায়। কিন্তু ভরত জৈন নিছক ভিক্ষা করে এই অর্থ মাসে রোজগার করে ফেলেন।

Share
Published by
News Desk

Recent Posts