Business

আগামী মার্চের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে ৫০ শতাংশ এটিএম!

Published by
News Desk

যা লেনদেন হচ্ছে তা অর্থনৈতিকভাবে লাভজনক না হওয়ায় আগামী মার্চ মাসের মধ্যেই দেশের প্রায় ৫০ শতাংশ এটিএম বন্ধ হয়ে যেতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করল কনফেডারেশন অফ এটিএম ইন্ডাস্ট্রি। তাদের আশঙ্কা, এরফলে নোট বাতিলের পর যেমনভাবে বিভিন্ন এটিএমের সামনে লম্বা লাইন দেখা যেত সেই ছবির পুনরাবৃত্তি হতে পারে। যার জেরে সাধারণ মানুষ ফের সমস্যায় পড়বেন। আর সবচেয়ে বেশি পড়বেন প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় থাকা মানুষজন। এছাড়া দেশের ৫০ শতাংশ এটিএম বন্ধ হয়ে যাওয়া মানে বহু মানুষ কর্মহীন হয়ে পড়া। যা দেশের অর্থনীতির ও আর্থিক পরিষেবার জন্য বিপজ্জনক।

প্রসঙ্গত, এখন ভারতে মোট ২ লক্ষ ৩৮ হাজার এটিএম মেশিন বসানো আছে। যারমধ্যে ৫০ শতাংশ এটিএমের ঝাঁপ বন্ধ হলে সাধারণ মানুষ হুট বলতে টাকার দরকার পড়লে সহজে সেই টাকা জোগাড় করতে হিমসিম খাবেন।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts