Business

প্যানের সঙ্গে আধার নম্বর সংযোগের সময়সীমা বাড়ল

প্যানের সঙ্গে আধার নম্বর সংযোগের সময়সীমা ছিল ৩১ মার্চ। সেই সময়সীমা ফের একবার বাড়ল। ফলে তা ভারতের একটা অংশের মানুষের জন্য সুখবর বয়ে আনল।

Published by
News Desk

প্যান নম্বরের সঙ্গে আধার নম্বরের সংযোগের সময়সীমা ৩১ মার্চ শেষ। এবার আর তা নাও বাড়ানো হতে পারে। এমন কথা বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল। এমনও শোনা যাচ্ছিল যে তারপর সংযোগ না থাকলে প্যান কার্ড আর কার্যকরী থাকবেনা।

যাকে কেন্দ্র করে মানুষের মধ্যে নানা আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হয়েছিল। অবশেষে করদাতাদের জন্য সুখবর বয়ে আনল আয়কর দফতর। একটি বিজ্ঞপ্তি জারি করে তারা এই সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছে।

আয়কর দফতরের দেওয়া বিজ্ঞপ্তিতে প্যান ও আধার সংযোগের সময়সীমা ৩১ মার্চের পরিবর্তে বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। যাঁদের প্যানের সঙ্গে আধার সংযোগ নেই তাঁদের তা ৩০ জুনের মধ্যে করে ফেলতে হবে।

কারণ ১ জুলাই থেকে প্যানের সঙ্গে আধার সংযোগ না থাকলে সেই প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। যা নানা সমস্যার কারণ হবে।

যেমন ওই প্যান কার্ডের পক্ষে যদি কোনও অর্থ ফেরতের প্রসঙ্গ থাকে তাহলে তা গ্রাহক নাও পেতে পারেন। প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে তা ফের সক্রিয় করে তোলার আগে পর্যন্ত টিডিএস পর্যন্ত উচ্চ হারে কাটা হবে। একইভাবে টিসিএস পর্যন্ত উচ্চহারে কাটা হবে।

এমন নানা সমস্যা এড়াতে সামনে এল আরও কিছুটা বাড়তি সময়ের সুযোগ। এই সময়ের মধ্যে প্যান ও আধার সংযোগ করা না থাকলে করিয়ে নিতেই বলছে আয়কর দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts