Business

লাফিয়ে বাড়ছে আটার দাম, নিয়ন্ত্রণে আশার আলো দেখাল কেন্দ্র

আটার দাম বাড়ছে। আর তা বেড়েই চলেছে। এভাবে বাড়তে থাকা আটার দাম নিয়ে ভাঁজ পুরু হয়েছে মধ্যবিত্তের কপালে। সরকারের দিকে তাকিয়ে আছেন সকলে।

Published by
News Desk

আটার দাম বেড়ে চলেছে। যা গত সপ্তাহে চরম মাত্রা ছুঁয়েছে। রেকর্ড অঙ্ক দাম দাঁড়িয়েছে আটার। আম জনতার হেঁশেলের অতি প্রয়োজনীয় জিনিস চাল ও আটা। সেই আটার মত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে তা সরাসরি দেশের আমজনতাকে ধাক্কা দেয়।

সেকথা যে কেন্দ্রীয় সরকার বুঝতে পারছে না এমনটাও নয়। কিন্তু দাম তো বেড়েই চলেছে! সেটাই প্রশ্ন সাধারণ মানুষের। তাহলে কি ব্যবস্থা নিচ্ছে সরকার? দাম নিয়ন্ত্রণ আদৌ হবে কি?

ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক রাষ্ট্র। এখান থেকে গম বিভিন্ন দেশে রফতানি হত। কিন্তু গমের দাম বাড়তে শুরু করায় কেন্দ্র গত বছরের মে মাসেই গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে। ফলে ভারতে উৎপাদিত গম পুরোটাই ভারতের মানুষের প্রয়োজনে লাগে।

কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। বরং দাম সেই বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে এবার আটার দাম রেকর্ড অঙ্কে পৌঁছে গেল। আর তা দেখার পর এবার কেন্দ্রীয় সরকার নড়েচড়ে বসেছে।

কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সচিব জানিয়েছেন কেন্দ্র আটার দাম নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা গ্রহণ করছে। খোলা বাজারে আটার দাম যাতে নিয়ন্ত্রণে আসে সে বিষয়ে উদ্যোগ গ্রহণ শুরু হয়েছে।

কেন্দ্রের তরফে এই প্রচেষ্টা কবে আটার দাম নিয়ন্ত্রণে আনতে পারে আপাতত সেদিকেই চেয়ে আছেন দেশের সাধারণ মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts