Business

অবিশ্বাস্য ২০১৭, ইতিহাস গড়ে বিশ্বের হাতেগোনা ধনীর ঘরে উজাড় ধন লক্ষ্মী

Published by
News Desk

বিশ্বের অতি ধনীরা আরও ধনী হয়েছেন ২০১৭ সালে। ২০১৭ সাল তাঁদের এতটাই ভাল গেছে যে এই বছরে তাঁরা বাৎসরিক রোজগারে রেকর্ড অঙ্ক যোগ করতে পেরেছেন। নতুন ১৭৯ জন অতি ধনী ব্যক্তি তৈরি হয়েছেন বিশ্ব জুড়ে। অন্তত এমনই দাবি করল সুইস ব্যাঙ্ক ইউবিএস। রিপোর্ট বলছে, এই মুহুর্তে বিশ্ব জুড়ে ২ হাজার ১৫৮ জন অতি ধনী ব্যক্তি রয়েছেন। ২০১৭ সালে তাঁদের সম্পদের পরিমাণ বেড়েছে ভারতীয় মুদ্রায় ১ কোটি ২ লক্ষ ৬৫ হাজার ৫০০ কোটি টাকা! মনে রাখতে হবে এই সম্পদ মাত্র ২ হাজার ১৫৮ জন অতি ধনী ব্যক্তির ঝুলিতে গিয়েছে! যা স্পেন বা অস্ট্রেলিয়ার মত দেশের মোট জিডিপি-র থেকেও বেশি!

চমকে দেওয়া এই অঙ্ক এখন গোটা বিশ্বের চোখ ছানাবড়া করে দিয়েছে। মাত্র ১ বছরে এই অবিশ্বাস্য সম্পদ বৃদ্ধির রহস্য কোথায় লুকিয়ে আছে? কেমন করে এমন অসম্ভবটা সম্ভব হল? বিশেষজ্ঞেরা বলছেন এর পিছনে রয়েছে শেয়ার বাজারের রমরমা। শেয়ার বাজারই এই অতি ধনীদের আরও ধনীতে রূপান্তরিত করেছে। এই সুযোগে ইতিহাস গড়েছেন বিশ্বের ১ নম্বর ধনী ব্যক্তি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। ২০১৭-র পর যাঁর একারই মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রায় ১০ লক্ষ ৭০ হাজার ২৫৩ কোটি টাকা! যা পৃথিবীর ইতিহাসে কোনও ১ জন ব্যক্তির সম্পদের পরিমাণে রেকর্ড।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts