Business

বিশ্বকাপ ফাইনালে মেসি এমবাপের লড়াই দেশে মদ বিক্রিতে রেকর্ড গড়ল

বিশ্বকাপ ফাইনালে ২ ঘণ্টা ধরে কাপের জন্য প্রাণপণ লড়ে গেলেন মেসি, এমবাপেরা। অন্যদিকে কেবল ফুটবলকে ভালবেসে দেশে তৈরি হল এক অন্য রেকর্ড।

Published by
News Desk

গত রবিবার সকাল থেকেই চলছিল তোড়জোড়। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল বলে কথা! কোথাও টাঙানো হল বিশাল স্ক্রিন। কোথাও হল খাওয়াদাওয়ার ব্যবস্থা। পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতেরও সিংহভাগ মানুষ কোমর বেঁধে তৈরি ছিলেন মেসি এমবাপেদের লড়াই দেখার জন্য।

এদিকে রবিবার এই খেলাকে কেন্দ্র করে হাসি চওড়া হল মদ বিক্রেতাদের। অনেক রাজ্যেই স্বাভাবিকের চেয়ে বেশি মদ বিক্রি হলেও দেশের দক্ষিণ প্রান্তের রাজ্যটিতে মদ বিক্রি আকাশ ছুঁয়ে ফেলল।

কেরালা স্টেট বেভারেজেস কর্পোরেশন জানাচ্ছে তাদের রবিবার মদ বিক্রি বাড়ে। রবিবারে মদের বিক্রি রাজ্য জুড়ে ৩৬ কোটির আশপাশে থাকে। সেখানে তা রেকর্ড ভেঙে বিশ্বকাপ ফাইনালের দিন পৌঁছে যায় ৫৬ কোটিতে।

এই ৫৬ কোটির মধ্যে দোকান থেকে মদের বিভিন্ন ব্র্যান্ড বিক্রি হয়েছে প্রায় ৫০ কোটি টাকার। এছাড়া রবিবার চাহিদা শিখর ছোঁবে এটা আন্দাজ করে কেরালার বিভিন্ন পানশালা ৬ কোটি টাকার মদ তুলে রেখেছিল।

সব মিলিয়ে একটি দিনকে সামনে রেখে মদ বিক্রি হয়েছে ৫৬ কোটি টাকার। যার মোটা অঙ্কের রাজস্ব সরকারি কোষাগারেও এসেছে।

কেরালা স্টেট বেভারেজেস কর্পোরেশন জানাচ্ছে একদিনে ৫৬ কোটি টাকার মদ একমাত্র ওনাম উৎসব ও বড়দিনের দিন বিক্রি হয়ে থাকে। এবার বিশ্বকাপ ফুটবল বছরে আরও একটা দিন এমন রেকর্ড ভাঙা মদ বিক্রি দেখিয়ে দিয়ে গেল। কেরালায় মদ বিক্রি ৫৬ কোটিতে পোঁছে দিলেন মেসি এমপবাপেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts