Business

১ কেজি চা বিক্রি হল লক্ষাধিক টাকায়, ইতিহাস গড়ল সোনালি মনোহারি

চা এ দেশের সর্বাধিক জনপ্রিয় পানীয়। যা অলিগলিতে পাওয়া যায়। সেই চা ১ কেজি বিক্রি হল ১ লক্ষ ১৫ হাজার টাকায়। এই দামে এর আগে কখনও কোনও চা বিক্রি হয়নি।

Published by
News Desk

চা দেশের অন্যতম প্রিয় পানীয়। ঘরে ঘরে চা পানের রীতি রয়েছে। ভারতের দার্জিলিং, অসম এবং কর্ণাটকে চা চাষ হয়। এরমধ্যে দার্জিলিং ও অসমের চা বিশ্বখ্যাত।

ভারতে সবরকম মানের চা উৎপাদিত হয়। তার বিভিন্ন দামও হয়। অসমের একটি ধরনের চা এবার বিক্রি হল ১ লক্ষ ১৫ হাজার টাকায়। যার রঙ কালচে নয়, সোনালি। নাম মনোহারি চা।

এই মনোহারি চা চিরদিনই অত্যন্ত উৎকৃষ্ট চা বলে পরিচিত। তার দামও যথেষ্টই হয়। তবে তার ১ কেজির দাম যে ১ লক্ষ ১৫ হাজার টাকাও চড়তে পারে তা কারও কল্পনার মধ্যেও ছিল না।

বিশ্বে আজ পর্যন্ত যত দামি চা বিক্রি হয়েছে তারমধ্যে সবচেয়ে বেশি দামি চা হিসাবে নিজের জায়গা করে নিল এই মনোহারি চা।

গুয়াহাটির টি বোর্ড অফ ইন্ডিয়া চা বিক্রির দাম বেঁধে দিয়েছে। বাগান থেকে আনা চা বিক্রি করতে গেলেও কোনও চা বাগানের মালিক বা সত্ত্বাধিকারী সংস্থাকে সর্বোচ্চ দাম ১ লক্ষ টাকা প্রতি কেজির কম রাখতেই হবে। তার বেশি রাখা যাবেনা।

তাই এবার মনোহারি টি এস্টেটের মালিক রঞ্জন লোহিয়া মনোহারি গোল্ড টি বিক্রির জন্য বেছে নেন একটি বেসরকারি নিলাম সংস্থার পোর্টালকে।

সেখানেই নিলামে ১ কেজির দাম ওঠে ১ লক্ষ ১৫ হাজার টাকা। ওই দামেই বিক্রি হয়ে যায় চা। ২০২১ সালের ডিসেম্বরে এই মনোহারি গোল্ড টি বিক্রি হয়েছিল ৯৯ হাজার ৯৯৯ টাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts