Business

খুচরো মদের দোকান খোলার রাস্তায় হাঁটল রাজ্যসরকার, শুরু হবে ৩ জেলায়

এবার মদের দোকান খোলার রাস্তায় পা বাড়াল রাজ্যসরকার। ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে মদের দোকান খোলার পথে উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়েছে।

Published by
News Desk

এখন এ রাজ্যে মদের যে পাইকারি বিক্রয় কেন্দ্র রয়েছে তা পুরোপুরি রাজ্যসরকারের অধীনে। ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন এই রাজ্যে একমাত্র পাইকারি মদ বিক্রির দায়িত্বে রয়েছে। যাবতীয় খুচরো মদের দোকানকে এখান থেকেই মদ কিনতে হয়। রাজ্যে অন্য কোনও পাইকারি মদ বিক্রেতা নেই।

তবে এতদিন পাইকারি বিক্রি নিজেদের হাতে রাখলেও পাড়ায় পাড়ায় মদের দোকানের রাস্তায় হাঁটেনি রাজ্যসরকার। সেটা ছিল বেসরকারি হাতেই। এবার সেই রাস্তা থেকে সরে নিজেদের মদের দোকান খুলতে চলেছে রাজ্যসরকার।

রাজ্যসরকার ফ্র্যাঞ্চাইজি প্রদান করবে। ফ্র্যাঞ্চাইজি পেতে হলে অবেদন করতে হবে। সেই আবেদনের ভিত্তিতে মিলবে মদ বিক্রির লাইসেন্স ও রাজ্য সরকারি তকমা।

যিনি এই ফ্র্যাঞ্চাইজি পাবেন তাঁকে প্রাথমিকভাবে রাজ্যসরকারকে একটি টাকা দিতে হবে। সেইসঙ্গে তাঁর দোকানে বিক্রির লভ্যাংশের একটি ভাগ রাজ্যসরকারকে প্রদান করতে হবে। এতে আগামী দিনে রাজ্যসরকারের মদ বিক্রি থেকে আয় আরও বৃদ্ধি পাবে।

এলাকায় রাজ্যসরকারের দোকান পেলে অনেকেই সঠিক ব্র্যান্ডের সঠিক জিনিসটি পাওয়ার জন্য সেখানে ভিড় করবেন। কারণ দোকানটি রাজ্যসরকারের। এই মানসিকতা কিন্তু রাজ্যসরকারের কোষাগারে আরও অর্থ যোগানের পথ খুলে দেবে।

আর মূল যোগান তো তাদের হাতেই। কারণ এ রাজ্যে মদের পাইকারি বিক্রির একমাত্র মান্যতা রয়েছে রাজ্যসরকারের ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন-এর হাতে।

আপাতত ৩টি জেলায় খুচরো মদের ব্যবসা শুরুর পরিকল্পনা করেছে রাজ্যসরকার। ৩টি জেলাই উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে এই প্রকল্প চালু হচ্ছে। কারণ এখানে মদের ২টি দোকানের মধ্যে দূরত্ব বেশি।

Share
Published by
News Desk

Recent Posts