Business

যাত্রীদের মুখে হাসি ফুটিয়ে আকাশে এবার ভাড়া নিয়ে টানাটানি

আকাশে এবার ভাড়া নিয়ে প্রবল লড়াই শুরু হয়ে গেল। এই দড়ি টানাটানির খেলায় অবশ্য যাত্রীরা কেবলই দর্শক। আর তাঁদের জন্য এটা খুশির খবরও।

Published by
News Desk

ট্রেনে না গিয়ে অনেকের মনেই একটা সুপ্ত বাসনা থাকে যে পারলে বিমানে চড়ে দূরের গন্তব্যে যাবেন। ভারতবাসীর একটা বড় অংশের কাছে এখনও বিমান কিন্তু অধরাই।

এদিকে আবার বিমানে কোনও গন্তব্যে ভাড়ার উর্ধ্বসীমা ও নিম্নসীমা তুলে নিয়েছে অসামরিক বিমানপরিবহন মন্ত্রক। কিন্তু তার পরে আকাশে যে ভাড়ার লড়াই শুরু হয়েছে তাতে যাত্রীরা বেজায় খুশি।

যাত্রী টানতে এখন কয়েকটি রুটে বিভিন্ন বিমান সংস্থা আপ্রাণ লড়াই চালাচ্ছে। আর তার জন্য তাদের একমাত্র হাতিয়ার হয়েছে ভাড়া কমানো।

ভাড়া এমন অবস্থায় এসে ঠেকেছে যে কয়েক জায়গায় তো ট্রেনে এসিতে যেতে গেলে বিমানের চেয়ে বেশি ভাড়া পড়ে যাচ্ছে। মুম্বই থেকে আমেদাবাদ রুটে গো ফার্স্ট সংস্থা ভাড়া করেছে ১ হাজার ৩৯৯ টাকা।

একই রুটে নতুন আসা আকাসা সংস্থা ভাড়া করেছে ১ হাজার ৪৯৭ টাকা। আবার ওই রুটেই ভারতের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো ভাড়া করেছে ১ হাজার ৬০৯ টাকা।

একইভাবে মুম্বই বেঙ্গালুরুর ক্ষেত্রে আকাসা অফার করছে ১ হাজার ৯৯৭ টাকা। আবার ওই রুটে ইন্ডিগো ভাড়া করেছে ২ হাজার ২০৮ টাকা।

বিশেষজ্ঞেরা মনে করছেন ভারতের বিভিন্ন রুটেই এই লড়াই অচিরেই চালু হয়ে যাবে। যাত্রীদের আকর্ষিত করতে বিভিন্ন সময়ে বিমান সংস্থাগুলি ভাড়া কমানোর পাশাপাশি বিশেষ ছাড়ও দিতে পারে।

ফলে খুব বেশি চাহিদা থাকলে আলাদা কথা, অন্যথায় ভাড়ায় বড় রকমের সাশ্রয় এবার নজর কাড়তে পারে আকাশে। ফলে আরও বেশি করে সাধারণ মানুষ আগামী দিনে বিমানে যাতায়াতের সুবিধা পেতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts