Business

বিমানের টিকিটের দামের ওপর থেকে যাবতীয় নিয়ন্ত্রণ তুলে নিচ্ছে কেন্দ্র

বিমানের টিকিটের দামের ওপর আর কোনও নিয়ন্ত্রণ না রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। যে সিদ্ধান্তের কথা প্রতিটি উড়ান সংস্থাকে জানিয়েও দেওয়া হয়েছে।

Published by
News Desk

বিমানের টিকিটের দাম কত হবে তা স্থির করতে গেলে কেন্দ্রের উর্ধ্বসীমা মাথায় রাখতে হত বিমান সংস্থাগুলিকে। কিন্তু বিমানের টিকিটের দামের ওপর সেই উর্ধ্ব ও নিম্নসীমা তুলে নিচ্ছে কেন্দ্র। এই সিদ্ধান্তের পর চলতি মাসের শেষ থেকে বিমান সংস্থাগুলি নিজেদের মত টিকিটের দাম স্থির করতে পারবে।

বুধবার ডিজিসিএ-র তরফে এই সিদ্ধান্তের কথা সব বিমান সংস্থাকে জানিয়েও দেওয়া হয়েছে। দামের ওপর নিয়ন্ত্রণ ধাপে ধাপে তুলে নেওয়া অবশ্য আগেই শুরু করেছিল কেন্দ্র। এবার তা পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিমানে যাতায়াতের চাহিদা বৃদ্ধির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। আপাতত বিমান সংস্থাগুলির শুভবুদ্ধির ওপর ভরসা রাখছে সরকার। অসামরিক বিমানপরিবহন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ট্যুইট করে এই উর্ধ্ব ও নিম্নসীমা তুলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন।

প্রসঙ্গত মে ২০২০ সালে প্রায় ২ মাস বন্ধ থাকার পর দেশে বিমান চলাচল চালু হওয়ার পর কেন্দ্র বিমানের টিকিটের দামের ওপর এই উর্ধ্ব ও নিম্নসীমা তৈরি করে দিয়েছিল। কারণ তখন যাতে যাত্রীদের ওপর টিকিটের দামের বোঝা না চাপে সেদিকে নজর রেখে টিকিটের দামের উর্ধ্বসীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র।

একইভাবে সেই সময় যাতে বিমান সংস্থাগুলির আর্থিক সমস্যা না হয় সেজন্য টিকিটের দামের নিম্নসীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts