Business

শাহরুখকে হারিয়ে দিলেন অক্ষয়, সলমন

Published by
News Desk

এতদিন তিনিই ছিলেন এই তালিকার ভারতীয় বাদশা। কিন্তু এবার সুলতান-প্যাডম্যানদের কাছে হেরে গেলেন তিনি। বিশ্বখ্যাত ফোর্বস পত্রিকার হিসাবে বিশ্বের ১০০ জন সর্বাধিক অর্থ উপার্জনকারী বিখ্যাত ব্যক্তিত্বের তালিকায় এতদিন ভারতের শাহরুখ খান থাকতেনই। এবার সেই তালিকা থেকে ছিটকে গেলেন তিনি। তবে এবার ভারতের অন্য ২ তারকা ১০০ জনে জায়গা করে নিয়েছেন। অক্ষয় কুমার ও সলমন খান। ফোর্বস যে হিসাব দেখিয়েছে তাতে অক্ষয় কুমারের গত বছরের উপার্জন ৪০.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ২৭৭ কোটি টাকা। টয়লেট এক প্রেম কথা বা প্যাডম্যানের মত সামাজিক সচেতনতামূলক সিনেমায় হালফিল অভিনয় করা অক্ষয়ের ফোর্বসের তালিকায় স্থান হয়েছে ৭৬ নম্বরে। এই তালিকার ৮২ নম্বরে জায়গা হয়েছে সলমন খানের। আর ছিটকে গেছেন শাহরুখ। যিনি গত বছরের তালিকায় ৬৫ নম্বরে জায়গা পেয়েছিলেন।

এবারের তালিকার ১ নম্বরে রয়েছেন মার্কিন পেশাদার বক্সার মেওয়েদার। তাঁর উপার্জন ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ১৯৪৯ কোটি টাকার কিছু বেশি। ২ নম্বরে রয়েছেন অভিনেতা জর্জ ক্লুনি। তৃতীয় কেলি জেনার। এছাড়া প্রথম ১০-এ জায়গা হয়েছে ২ বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ৮ নম্বরে রয়েছেন মেসি। ১০ নম্বরে রোনাল্ডো।

Share
Published by
News Desk

Recent Posts