Sports

ইতিহাস রচনা করা বাংলার মেয়ের বাড়ি থেকে চুরি গেল পদ্মশ্রী সম্মানের স্মারক

তিনি বাংলার গর্ব। এই বাংলার মেয়ের ইতিহাস বিশ্ব মনে রেখে দেবে। তাঁরই বাপের বাড়ি থেকে চুরি হয়ে গেল পদ্মশ্রী সম্মানের স্মারক।

বাংলা তাঁর নাম কখনো ভুলতে পারবেনা। তিনি বুলা চৌধুরী। কিংবদন্তি এই সাঁতারু ১৯৮৯ সালে ইংলিশ চ্যানেল সাঁতরে পার করে বিশ্বকে চমকে দিয়েছিলেন। মাত্র ৯ বছর বয়সে জাতীয় সাঁতার প্রতিযোগিতা থেকে ৬টি বিভাগে ৬টি স্বর্ণপদক পান তিনি।

ইংলিশ চ্যানেল তিনি ২ বার পার করেন। ১৯৯৯ সালে দ্বিতীয়বার। সেই বুলা চৌধুরীর অক্লান্ত পরিশ্রমে অর্জিত পুরস্কার কম নেই। তারমধ্যে রয়েছে পদ্মশ্রী সম্মানও। হিন্দমোটরে তাঁর বাপের বাড়ি। সেখানেই তিনি জীবনে যা যা পুরস্কার, সম্মান পেয়েছেন সব সাজানো থাকে।

বুলা চৌধুরী নিজে থাকেন কসবায়। তবে প্রতি সপ্তাহে তিনি একবার করে হাজির হন হিন্দমোটরে। তাঁর সব পুরস্কার ঠিকঠাক রয়েছে কিনা দেখে, সেগুলির সাফসাফাই করে ফের ফিরে আসেন। এবার তিনি সেখানে গিয়ে দেখেন তাঁর পদ্মশ্রী সম্মানের স্মারকটিই গায়েব।


এটা দেখার পর কান্নায় ভেঙে পড়েন বুলা চৌধুরী। পুলিশে খবর যায়। পরে বুলা চৌধুরী দেখেন তাঁর আরও অনেক পুরস্কারই চুরি গেছে। এর আগেও তাঁর বাড়িতে চুরির চেষ্টা হয়েছে। তবে এবার যা চুরি গেল তা অমূল্য।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই সব স্মারক, শিল্ড, মেডেলে সোনা রয়েছে মনে করেই চুরি করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে বাংলার গর্ব বুলা চৌধুরীর এই ক্ষতি কিন্তু অপূরণীয়। তা মেনে নিচ্ছেন সকলেই। প্রসঙ্গত জীবনে ২ বার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়ক ছিলেন বুলা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *