Entertainment

মা হলেন বলিউড সুন্দরী ব্রুনা আবদুল্লা

Published by
News Desk

গত মে মাসেই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ব্রুনা আবদুল্লা। আর গত ৩১ অগাস্ট তাঁর কোল আলো করে জন্ম নিল তাঁর সন্তান। প্রথম সন্তানের জন্মের পর বেজায় খুশি ব্রুনা আবদুল্লা। গত রবিবার ইন্সটাগ্রামে সন্তানের ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ব্রুনার কন্যা সন্তান শুয়ে আছে একটি দোলনায়। সদ্যোজাতের সেই মিষ্টি ছবিতে কমেন্টও পড়েছে প্রচুর। ব্রুনা কন্যার মুখ দিয়েই একটি ক্যাপশনও দিয়েছেন।

ব্রুনা মেয়ের হয়ে লিখেছেন, সে ইসাবেলা। তার জন্ম হয়েছে ৩১ অগাস্ট। এই ক্যাপশনই বলে দিয়েছে ব্রুনা তাঁর মেয়ের নাম রাখলেন ইসাবেলা। ব্রুনা নিজে লিখেছেন, তাঁদের পরিবারের নবতম সদস্যকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে তিনি প্রচণ্ড গর্বিত ও উত্তেজিত। সন্তানের জন্মের পর মা ও সন্তান ভাল আছেন কিনা সে প্রশ্ন সকলেই করে থাকেন। তাই তারও উত্তর দিয়েছেন ব্রুনা আবদুল্লা। ব্রুনা জানিয়েছেন, মা ও মেয়ে ২ জনেই খুব ভাল আছেন।

ব্রুনার জন্ম ব্রাজিলে হলেও তিনি এখন মুম্বইয়ের বাসিন্দা। অনেক হিন্দি ও তামিল ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর হিন্দি সিনেমার মধ্যে রয়েছে দেশি বয়েজ, গ্র্যান্ড মস্তি, আই হেট লাভ স্টোরিজ, জয় হো, মস্তিজাদে, উড়ঞ্ছু সহ বেশ কিছু বক্স অফিস পাওয়া ছবি। বিল্লা ২ নামে তামিল ছবিতেও ব্রুনা আবদুল্লাকে দেখতে পাওয়া গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts