Sports

হাসপাতালে ভর্তি ব্রায়ান লারা, উদ্বিগ্ন ক্রিকেট বিশ্ব

Published by
News Desk

হাসপাতালে ভর্তি করা হল ক্রিকেট দুনিয়ার অন্যতম উজ্জ্বল নাম ব্রায়ান লারাকে। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি তিনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ব্রায়ান লারা এখন কেমন আছেন তা হাসপাতালের তরফে জানানো হয়নি। তবে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়ার পর অনেক ক্রিকেটারই তাঁর খোঁজ নিয়েছেন।

আপাতত মুম্বইতেই রয়েছেন ব্রায়ান। স্টার স্পোর্টস এবারের বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার। ভারতে সেই স্টার স্পোর্টস চ্যানেলের ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে নিযুক্ত রয়েছেন তিনি। ফলে কাজের জন্য মুম্বইতেই রয়েছেন লারা। মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করার পর তাঁকে পারেল এলাকার গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসা চলছে। এদিন দুপুর সাড়ে ১২টায় তাঁকে হাসপাতালে আনা হয়।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং নক্ষত্র ব্রায়ান লারা দেশের হয়ে ১৩১টি টেস্ট খেলেছেন। রান করেছেন ১১ হাজার ৯৫৩। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৯৯টি একদিনের ম্যাচ খেলেছেন ব্রায়ান লারা। করেছেন ১০ হাজার ৪০৫ রান। গড় ৪০.১৭। ক্রিকেটে বিভিন্ন সময়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দুনিকে ক্রিকেট প্রতিভা উপহার দিয়েছে। ব্রায়ান লারা তাঁদের মধ্যে অন্যতম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Brian Lara

Recent Posts