Categories: World

‘যত দ্রুত সম্ভব বার হও’, জানাল ইইউ

Published by
News Desk

ব্রিটেনের ব্রেক্সিট সিদ্ধান্তের পর এবার কড়া অবস্থান নিল ইউরোপিয়ান ইউনিয়ন। যত দ্রুত সম্ভব ব্রিটেনকে ইইউ ছাড়ার কথা জানিয়ে দিয়েছে তারা। ইউরোপিয়ান কাউন্সিল, কমিশন এবং পার্লামেন্টের তিন প্রধান ডোনাল্ড টাস্ক, জাঁ ক্লদ জুনকাঁ ও মার্টিন সুলজ সাফ জানিয়ে দিয়েছেন গণভোটের রায় মেনে অবিলম্বে ব্রিটেনকে ইইউ ছাড়তে হবে। এটা কষ্টকর হলেও, এক্ষেত্রে আর কোনও দরকষাকষি মেনে নেওয়া হবে না বলে পরিস্কার করে দিয়েছে ইইউ। ব্রিটেনের এভাবে বেরিয়ে যাওয়া নিয়ে যে ইইউ যথেষ্ট ক্ষুব্ধ তা এদিন তার তিন কর্তার খোলাখুলি মন্তব্য থেকেই স্পষ্ট। ইইউ-র এই পাল্টা চাপ এবার ব্রেক্সিটপন্থীদের ওপর নতুন চাপের জায়গা তৈরি করল বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞেরা।

Share
Published by
News Desk
Tags: Brexit

Recent Posts